ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তিন বীমা মেলায় ৪০ কোটি টাকা দাবি পরিশোধ

প্রকাশিত: ১১:৩৯, ৩১ জানুয়ারি ২০২০

তিন বীমা মেলায় ৪০ কোটি টাকা দাবি পরিশোধ

অর্থনৈতিক রিপোর্টার ॥ সাধারণ মানুষের মধ্যে বীমা বিষয়ক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আস্থার সঙ্কট নিরসনের লক্ষ্যে দেশব্যাপী বীমা মেলার উদ্যোগ নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। ২০১৬ সালে প্রথমবারের মতো রাজধানীর ঢাকায় বীমা মেলা শুরু হয়। ঢাকা থেকে শুরু হওয়া বীমা মেলা এখনও বিভাগীয় পর্যায়ে হচ্ছে। এরপর সিলেট, চট্টগ্রাম এবং খুলনায় অনুষ্ঠিত হয়েছে। তাতে লাইফ-ননলাইফ কোম্পানিগুলো মোট ৪০ কোটি টাকার বীমা দাবি গ্রাহকদের পরিশোধ করেছে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর তথ্য মতে, চারটি বীমা মেলার মধ্যে তিনটিতে গ্রাহকদের বীমা দাবি পরিশোধ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বীমা দাবি পূরণ করা হয় সিলেটের বীমা মেলায়। ২০১৭ সালে অনুষ্ঠিত বীমা মেলায় ১৮ কোটি টাকার বীমা দাবির চেক গ্রাহকদের কাছে হস্তান্তর করা হয়। এরপরের বছর ২০১৯ সালে বীমা মেলা অনুষ্ঠিত হয় চট্টগ্রামে। সেই বছর সাড়ে ৬ কোটি টাকার বীমা দাবির চেক হস্তান্তর করে বীমা কোম্পানিগুলো। এরপরের বছর অর্থাৎ ২০২০ সালে চতুর্থবার গত ২৪ ও ২৫ জানুয়ারি বীমা মেলা অনুষ্ঠিত হয় খুলনায়। এই বীমা মেলায় মোট ১৫ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে বীমা কোম্পানিগুলো। এই বিষয়ে আইডিআরএ’র চেয়ারম্যান শফিকুর রহমান পাটোয়ারী বলেন, বীমা কোম্পানিগুলো এখন গ্রাহকদের আস্থা অর্জনের চেষ্টা করছে। তারা আস্থা অর্জনের লক্ষ্যে বীমা দাবি পরিশোধ করে যাচ্ছে। তিনি বলেন, বীমা কোম্পানিগুলো এখন আগের তুলনায় বেশি করে বীমা দাবি দিচ্ছে। বছরজুড়েই বীমা দাবি দিচ্ছে। মেলায় তাৎক্ষণিকভাবে কোম্পানিগুলো এই টাকা পরিশোধ করছে।
×