ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংসদে প্রশ্নোত্তর

সেনা কল্যাণ সংস্থার সম্পদের পরিমাণ আড়াই হাজার কোটি টাকা

প্রকাশিত: ১১:৩৫, ৩১ জানুয়ারি ২০২০

সেনা কল্যাণ সংস্থার সম্পদের পরিমাণ আড়াই হাজার কোটি টাকা

সংসদ রিপোর্টার ॥ ২০১৯ সালের ৩০ জুন শেষে সেনা কল্যাণ সংস্থার সম্পদের পরিমান দাঁড়িয়েছে ২ হাজার ৫৭৬ কোটি ৯৬ লাখ টাকা। ২০১৮-১৯ অর্থবছরে লাভের পরিমাণ ছিল ১৭০ কোটি ৯১ লাখ টাকা। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৃহস্পতিবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ’র প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানান সংসদকার্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক। মন্ত্রী বলেন, সেনা কল্যাণ সংস্থার প্রপার্টি, প্লান্ট এ্যান্ড ইকুইপমেন্টস (স্থায়ী সম্পদ) ১ হাজার ৮৫ কোটি ৯৭ লাখ টাকা। বিনিয়োগ ৪০২ কোটি ৩১ লাখ টাকা। চলতি সম্পদ (মজুদ, ব্যবসায়িক দেনাদার, অগ্রিম, ব্যাংক জমা ও অন্যান্য) ৯৪৮ কোটি ৮৩ লাখ টাকা। অন্যান্য সম্পদ (ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রগ্রেস ও বিলম্বিত ব্যয়) ১৩৯ কোটি ৮৫ লাখ টাকা। আনিসুল হক জানান, ২০১৮-১৯ অর্থবছরে সেনাকল্যাণ সংস্থার মোট আয় হয়েছে ১ হাজার ৪৮৫ কোটি ৩৩ লাখ টাকা, বিক্রীত পণ্যের ব্যয় ১ হাজার ১২২ কোটি ৩২ লাখ টাকা। মোট লাভ ৩৬৩ কোটি ১ লাখ টাকা। মোট ব্যয় (প্রশাসনিক, বিক্রয়-বণ্টন ও অন্যান্য) ১৯২ কোটি ১০ লাখ টাকা। আয়কর পূর্ব নিট লাভ ১৭০ কোটি ৯১ লাখ টাকা। আয়কর ২২ কোটি ৯২ লাখ টাকা। ১০ লাখ ৩০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত অর্থনৈতিক রিপোর্টার ॥ সাড়ে ৫ হাজার কোটি টাকা ব্যয়ে জ্বালানি তেল আমদানিসহ তিনটি ক্রয় প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে। বিভিন্ন দেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে মেয়াদী চুক্তির আওতায় ১০ লাখ ৩০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করা হবে। এছাড়া বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা যুবক-যুবতীদের সেবা প্রদান সংক্রান্ত দুটি প্রস্তাব রয়েছে। এতে মোট ব্যয় হবে ৫ হাজার ৭৫৩ কোটি ৯৬ লাখ টাকা। বৃহস্পতিবার শেরে-বাংলা নগরের এনইসি ভবনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে অনুমোদিত ক্রয় প্রস্তাবের বিভিন্ন দিক তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নাসিম বেগম।
×