ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিচারপতি আবু সাঈদ চৌধুরীর জন্মবার্ষিকী আজ

প্রকাশিত: ১১:৩৪, ৩১ জানুয়ারি ২০২০

বিচারপতি আবু সাঈদ চৌধুরীর জন্মবার্ষিকী আজ

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, জাতিসংঘ মানবাধিকার কমিশনের সাবেক সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মরহুম বিচারপতি আবু সাঈদ চৌধুরীর নিরানব্বইতম জন্মবার্ষিকী আজ ৩১ জানুয়ারি শুক্রবার। এ উপলক্ষে বিচারপতি আবু সাঈদ চৌধুরী জাতীয় স্মৃতি সংসদ মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে এককালীন বৃত্তি ও প্রতীকী সনদপত্র বিতরণ করবে। বিচারপতি চৌধুরী ১৯২১ সালের ৩১ জানুয়ারি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ীতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন প্রখ্যাত রাজনীতিক তদানীন্তন প্রাদেশিক পরিষদের স্পীকার মরহুম আবদুল হামিদ চৌধুরীর একমাত্র সন্তান। বিচারপতি চৌধুরী ১৯৭১-এর ১৫ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু’জন ছাত্রকে পাকিস্তানী হানাদার বাহিনী হত্যা করার প্রতিবাদে উপাচার্যের পদে ইস্তফা দেন। পরবর্তীকালে মুজিবনগরে গঠিত প্রবাসী বাংলাদেশ সরকারের বিশেষ প্রতিনিধি হিসেবে মুক্তি সংগ্রামের স্বপক্ষে বিশ্ব জনমত গঠনে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৮৫ সালে তিনি সর্বসম্মতিক্রমে জাতিসংঘ মানবাধিকার কমিশনের সভাপতি নির্বাচিত হন। চল্লিশের দশকে বিচারপতি আবু সাঈদ চৌধুরী কলকাতায় নিখিল বাংলা মুসলিম ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে হলওয়েল মনুমেন্ট বিরোধী আন্দোলনে বিশেষ ভূমিকা রাখেন। -বিজ্ঞপ্তি
×