ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মুক্তিযুদ্ধের পক্ষ শক্তিকে বেছে নেবে ভোটাররা ॥ মেনন

প্রকাশিত: ১১:৩৩, ৩১ জানুয়ারি ২০২০

মুক্তিযুদ্ধের পক্ষ শক্তিকে বেছে নেবে ভোটাররা ॥ মেনন

স্টাফ রিপোর্টার ॥ এক ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ভোট দিতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও ১৪ দলের অন্যতম শরিক নেতা রাশেদ খান মেনন। তিনি বলেন, গত তিন বার জাতীয় নির্বাচনে দেশের মানুষ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির প্রতি সমর্থন দিয়েছেন। আশা করি আগামী প্রতিটি নির্বাচনে সুশাসন, উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ভোটারদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির প্রতি অকুণ্ঠ সমর্থন থাকবে। বৃহস্পতিবার ঢাকা-৮ আসনের সংসদ সদস্য রাশেদ খান মেনন দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের বিভিন্ন প্রচার ক্যাম্প পরিদর্শন করার সময় এসব কথা বলেন। নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে সাবেক এই মন্ত্রী বলেন, এই নির্বাচনের প্রচার পক্ষ প্রতিপক্ষের মধ্যে বিশেষ কোন সংঘাত সহিংসতার ঘটনা ঘটেনি। উৎসব আনন্দেই সবাই নির্বাচনের প্রচারে অংশ নিয়েছেন। এটি সবচেয়ে স্বস্তির কথা। আমরা চাই শেষ পর্যন্ত কোন রকম সহিংসতা ছাড়াই নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন হবে। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনী পরিবেশ- এটাই গণতন্ত্রের সৌন্দর্য। সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদ তার ভোট ডাকাতির নির্বাচনে এবং বিএনপি-জামায়াত তাদের ভোটারহীন ভোটের নির্বাচনে সন্ত্রাসের চরম বিস্তার ঘটিয়েছিল। আর ২০১৪ সালে বিএনপি নির্বাচন প্রতিরোধের নামে অগ্নিসন্ত্রাসের আশ্রয় নিয়েছিল। মানুষ তাদের এই সন্ত্রাসকে প্রত্যাখ্যান করেছে। এবারের নির্বাচনে সকল দলের অংশগ্রহণ নির্বাচনে জনগণের আস্তা ও বিশ^াস ফিরিয়ে আনতে সাহায্য করেছে। তিনি আশা প্রকাশ করে বলেন, নির্বাচনের দিনেও জনগণ উৎসব আনন্দে ভোট দিতে কেন্দ্রে যাবেন। গোটা দেশসহ বিশে^র মানুষ তা দেখার অপেক্ষায়। তিনি ১৪ দলের সকল নেতাকর্মীর ভোটারের ভোট প্রদানে সহায়তা করার আহ্বান জানিয়ে বলেন, ভোটারদের ভোটদানে সহযোগিতা করলে অনেকে কেন্দ্রে আসতে উৎসাহিত হবেন। আমাদের ১৪ দলের কর্মীরা আশাকরি এ ব্যাপারে নিজ উদ্যোগ সব সময় ভোটারদের পাশে থাকার চেষ্টা চালিয়ে যাবেন। এমপি হওয়ার কারণে নির্বাচনের প্রচারে অংশগ্রহণ করতে না পারার ক্ষোভ থাকলেও জনগণের স্বতঃস্ফূর্ততা তার এই দুঃখকে ভুলিয়ে দিয়েছে একথা উল্লেখ করে ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন বলেন, আমি নিশ্চিত যে মানুষ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকেই ভোট দেবে। বিগত নির্বাচনে যেভাবে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির পাশে থেকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করেছেন এবারও এর ব্যত্যয় হবে না। তিনি আশা প্রকাশ করে বলেন, নির্বাচিত মেয়ররা ঢাকাকে একটি সত্যিকার অর্থে আধুনিক ও পরিবেশবান্ধব শহরে পরিণত করবেন। নুসরাত হত্যার পেপারবুক ছাপানো শেষ স্টাফ রিপোর্টার ॥ ফেনীর আলোচিত নুসরাত হত্যার পেপারবুক ছাপানো শেষ হয়েছে। পেপারবুক প্রস্তুতের পরই তা সরকারী ছাপাখানা বিজি প্রেস থেকে হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পাঠিয়ে দেয়া হয়েছে। এখন ডেথ রেফারেন্স ও আসামিদের আপীল শুনানির জন্য একটি ডেথ রেফারেন্স বেঞ্চ নির্ধারণ করে দেবেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। হাইকোর্টের স্পেশাল অফিসার মোঃ সাইফুর রহমান বলেন, পেপারবুক ছাপানো শেষ হয়েছে। এখন পরবর্তী কাজ চলছে। ২০১৯ সালের ২৯ অক্টোবর ফেনীর সোনাগাজী মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় ফাঁসির দ-প্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও মামলার যাবতীয় নথি হাইকোর্টে আসে।
×