ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগের দুই মেয়র প্রার্থীকে সমর্থন দিল ইসলামী জোট

প্রকাশিত: ১১:৩২, ৩১ জানুয়ারি ২০২০

আওয়ামী লীগের দুই মেয়র প্রার্থীকে সমর্থন দিল ইসলামী জোট

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দুই মেয়র প্রার্থীকে আনুষ্ঠানিক সমর্থন দিয়েছে বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোট। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আবদুস সালাম হলে ইসলামী এই জোটের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সভাপতি হাফেজ মাওলানা জিয়াউল হাসান এই সমর্থন ঘোষণা করেন। জিয়াউল হাসান বলেন, জামায়াত ও জঙ্গীবাদ বিরোধী মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোট মডেল ঢাকা শহর গড়তে ঢাকা সিটি নির্বাচনে আওয়ামী লীগের দুই মেয়র প্রার্থীকে সমর্থন জানাচ্ছি। সন্ত্রাস, মাদকমুক্ত সুন্দর ও পরিচ্ছন্ন ঢাকা গড়তে হলে সরকারের সহযোগিতা দরকার। আর এই সহযোগিতা পেতে নির্বাচনে ক্লিন ইমেজের যোগ্য মেয়র উত্তরে প্রার্থী আতিকুল ইসলাম ও দক্ষিণে ফজলে নূর তাপসকে বিজয়ী করতে নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের দুই মেয়র প্রার্থী ইতোমধ্যে নিজেদের যোগ্যতা ও মেধার স্বাক্ষর রেখেছেন উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, তারা যোগ্য বলেই প্রধানমন্ত্রী তাদের মনোনয়ন দিয়ে দেশবাসীর কাছে প্রশংসিত হয়েছেন। আমরা বিশ্বাস করি, তারা নির্বাচিত হলে আমরা নিরাপদ ঢাকা উপহার পাব। দুই মেয়র প্রার্থীর পক্ষে দলের নেতাকর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মুফতি জোবায়েদ আলী, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আলহাজ আব্দুস সোবহান মিয়া, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোসলেহ উদ্দিন ফোরকান, প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন, সদস্য মুফতি শরীফ হোসাইন প্রমুখ নেতৃবৃন্দ। কাস্তে মার্কায় ভোট দেয়ার আহ্বান সিপিবির স্টাফ রিপোর্টার ॥ কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম এক বিবৃতিতে এক ফেব্রুয়ারি শনিবার ভোটাধিকার প্রতিষ্ঠায় ভোটকেন্দ্রে এসে নিজের ভোট নিশ্চিত করতে ও ঢাকা উত্তরে মেয়র পদে সিপিবি মনোনীত প্রার্থী ডাঃ আহাম্মদ সাজেদুল হক রুবেলকে কাস্তে মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ঢাকার উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে সিপিবি মনোনীত কাস্তে মার্কার প্রার্থী ডাঃ আহাম্মদ সাজেদুল হক রুবেল তার নির্বাচনী ইশতেহারে দক্ষ, কর্মসংস্থানবান্ধব, সমতাভিত্তিক, নিরাপদ ও বাসযোগ্য ঢাকা গড়ার অঙ্গীকার করেছেন।
×