ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দুই সিটিতে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রয়েছে ॥ সিইসি

প্রকাশিত: ১১:১৪, ৩১ জানুয়ারি ২০২০

দুই সিটিতে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রয়েছে ॥ সিইসি

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রয়েছে। নির্বাচন কমিশন নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে। কারও সহায়ক নয়, কারও পক্ষে বা বিপক্ষে নয়। বিধিতে আইনে যে দায়িত্ব দেয়া হয়েছে সেই দায়িত্ব পালন করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এই মন্তব্য করেন। নির্বাচন উপলক্ষে বিএনপি ঢাকায় সন্ত্রাসীদের জড়ো করছে, আওয়ামী লীগের এই অভিযোগের বিষয়ে সিইসি বলেন, এমন কোন তথ্য জানা নেই। সিইসি বলেন, নির্বাচন সামনে রেখে , কারও কোন বাসা বাড়িতে তল্লাশি করা, রেইড করা হচ্ছে না। হোটেলে, হোস্টেলে বা অন্য জায়গায় যদি বাইরে থেকে কেউ এসে থাকে সেটার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছে যাদের প্রয়োজন নেই তারা যেন ঢাকায় না আসেন। ভোট কেন্দ্রে চারপাশে যেন অকারণে জটলা না হয় সে বিষয়ে তাদের ব্যবস্থা নিতে বলা হয়েছে। বাইরে থেকে ঢাকায় আসার বিষয়ে তো কঠোর ব্যবস্থা নেয়া যায় না। যাদের প্রয়োজন নেই মনে করবে তারা যেন এখানে না আসে সেটাকে আমরা নিরুৎসাহী করেছি। তা নিয়ে পুলিশী অভিযান চালাতে বলিনি। এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, কূটনীতিকরা নির্বাচন কমিশনারদের সঙ্গে দেখা করে তারা আমাদের অবস্থান জানতে চেয়েছে, তাদের বুঝিয়েছি। তারা সন্তুষ্ট হয়ে এখান থেকে গিয়েছে। তারা মাতব্বরি করছে, এমনটি মনে হয়নি। নির্বাচনে ইসির প্রস্তুতিতে তারা খুশি এ কথা বলেছে।
×