ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সিটি নির্বাচনে আইনশৃঙ্খলা পুরোপুরি নিয়ন্ত্রণে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১১:১৩, ৩১ জানুয়ারি ২০২০

সিটি নির্বাচনে আইনশৃঙ্খলা পুরোপুরি নিয়ন্ত্রণে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। তিনি জানান, আপাতত কোথাও কোন ঝুঁকি তিনি দেখছেন না। বৃহস্পতিবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয়ে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি নির্বাচন কমিশনের (ইসি) নিয়ন্ত্রণে থাকে। ইসির নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে। আমি মনে করি, নির্বাচনের সার্বিক পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণে রয়েছে। সুন্দর রয়েছে। শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার ২ হাজার ৪৬৮টি কেন্দ্রে একটানা ভোট চলবে। নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে বৃহস্পতিবার থেকেই মাঠে নামতে শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৫০ হাজার সদস্য। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা অতীতের যে কোন সময়ের চেয়ে এখন বেশি। যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ‘ছোটখাটো’ যে দু/একটি ঘটনা ঘটছে সে বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আমাদের দেশে ভোট মানেই উৎসব। সবাই আনন্দের সঙ্গে ভোট দিয়ে পছন্দের ব্যক্তিকে জয়ী করেন। এবারও এ ঘটনার ব্যত্যয় ঘটবে না। এবারও ভোটাররা ভোট দিয়ে তার প্রিয় ব্যক্তিকে নির্বাচিত করবেন। কোন্ কেন্দ্রগুলোকে ‘ঝুঁকিপূর্ণ’ বিবেচনা করা হচ্ছে জানতে চাইলে আসাদুজ্জামান খান কামাল বলেন, কোথাও কোন ঝুঁকি নেই। ইসি যেভাবে যেখানে মনে করছে, সেখানেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে।
×