ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নোয়াখালীতে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী পুত্রসহ ৩ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৯:২৮, ৩১ জানুয়ারি ২০২০

নোয়াখালীতে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী পুত্রসহ ৩ জনের যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ৩০ জানুয়ারি ॥ বেগমগঞ্জে ২০১৬ সালে প্রবাসী স্বামীকে হত্যা করে মরদেহ গুম করার অপরাধে স্ত্রী রেহানা আক্তার, ছেলে মোঃ হান্নান ও স্ত্রীর প্রেমিক নিহতের চাচাত ভাই মোঃ মোহনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামির ১০ হাজার টাকা করে জরিমানার আদেশও দেয়া হয়। বৃহস্পতিবার বিকেলে বিজ্ঞ নোয়াখালী জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদ এ আদেশ দেন। জানা যায়, বেগমগঞ্জ উপজেলার তালুয়া চাঁদপুর গ্রামের আব্দুল জাহের একজন প্রবাসী ছিলেন। বিদেশ থাকার সুবাদে স্ত্রী রেহানা আক্তার প্রবাসীর চাচাত ভাই মোঃ মোহনের সঙ্গে পরকীয়ার জড়িয়ে পড়ে এবং বিদেশ থেকে পাঠানো অর্থ আত্মসাত করে। জাহের বাড়ি আসার পর ঘটনাটি জানতে পারলে এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে স্ত্রীর নির্দেশে ছেলে হান্নান ও স্ত্রীর প্রেমিক মোহন প্রবাসী আব্দুল জাহেরকে হত্যা করে বাড়ির পাশের একটি খালে ফেলে দেয়। চট্টগ্রাম বিমানবন্দরে ৫৩৬ কার্টন সিগারেট জব্দ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিন যাত্রীর কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫৩৬ কার্টন সিগারেট, যার মূল্য ১১ লাখ টাকা। বুধবার রাতে সিগারেটগুলো উদ্ধার ও জব্ধ করা হয়। বিমানবন্দর সূত্রে জানা যায়, মধ্যপ্রাচ্যের শারজাহ থেকে আসা নেজাম উদ্দিন, মামুনুর রশীদ ও হাসানের ব্যাগেজ তল্লাশি করে সিগারেটগুলো পাওয়া যায়। তাদের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি, লোহাগাড়া ও চন্দনাইশ উপজেলায়।
×