ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

যশোরে অপহৃত স্কুলছাত্রীকে ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধারের নির্দেশ

প্রকাশিত: ০৯:২৮, ৩১ জানুয়ারি ২০২০

যশোরে অপহৃত স্কুলছাত্রীকে ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধারের নির্দেশ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ এক মাসেও উদ্ধার হয়নি যশোর বিমানবন্দর স্কুলের নবম শ্রেণীর এক ছাত্রী। স্থানীয় জনপ্রতিনিধি, থানাসহ বিভিন্ন মহলে ধর্ণা দিয়ে অবশেষে বৃহস্পতিবার আদালতে অপহরণের অভিযোগে মামলা করেছেন ভিকটিমের মা সদর উপজেলার সুজলপুর গ্রামের এক নারী। আসামিরা হলেন- সদর উপজেলার নুরপুর মধ্যপাড়া গ্রামের মৃত হাফিজুর খাঁর ছেলে মাসুদ, তার বড়ভাই আলম, মা রোকেয়া বেগম ও ভাবি মিষ্টি বেগম। অভিযোগটি আমলে নিয়ে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে ভিকটিম উদ্ধারের নির্দেশ দিয়েছেন। উদ্ধারে ব্যর্থ হলে প্রতিদিনের উদ্ধার কার্যক্রমের অগ্রগতি প্রতিদিন আদালতে প্রেরণসহ আগামী ১৮ মার্চের মধ্যে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলায় বাদী উল্লেখ করেন, অপহৃত ছাত্রী বিমানবন্দর স্কুলে নবম শ্রেণীতে পড়াশোনা করে। মাসুদ দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়ার পথে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করত। ওই ছাত্রী মাসুদের প্রস্তাবে রাজি না হওয়ায় অপহরণসহ নানা ধরনের ভয়ভীতি দেখাতে থাকে। এক পর্যায়ে ছাত্রীর পরিবার মাসুদের পরিবারকে বিষয়টি জানায়। এতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে মাসুদ। গত ৩০ ডিসেম্বর দুপুরে ওই ছাত্রী স্কুল থেকে বাড়ি ফেরার পথে বিমানবন্দর বাইপাস রোডের প্রয়াস স্কুলের সামনে পৌঁছলে মাসুদসহ অন্য আসামিরা একটি সাদা রঙের মাইক্রোবাসে তাকে জোরপূর্বক উঠিয়ে নেয়।
×