ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বগুড়ায় শিশুকে জবাই করে হত্যা

প্রকাশিত: ০৯:২৭, ৩১ জানুয়ারি ২০২০

বগুড়ায় শিশুকে জবাই করে হত্যা

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ শিবগঞ্জ উপজেলার দেউলির তালিকপুর পূর্বপাড়া গ্রামের এক শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। তার নাম সাদিয়া বেগম (৭)। সে ওই গ্রামের শাহিনুর রহমানের মেয়ে। বৃহস্পতিবার সকালে দেউলির এক আলু খেতের ভেতরে তার লাশ পাওয়া যায়। পুলিশ জানায়, বুধবার বিকেল থেকে সাদিয়া নিখোঁজ ছিল। দেউলি গ্রামের লোকজন সকালে সাদিয়ার লাশ আলু খেতে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানা যায়নি। তবে পুলিশের ধারণা জমিজমা নিয়ে পারিবারিক বিরোধের বলি হলো এই শিশু। ভোলায় গৃহবধূ নিজস্ব সংবাদদাতা ভোলা থেকে জানান, খুশি বেগম (২৩) নামে এক গৃহবধূ শ্বশুর বাড়ির নির্যাতনে নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ভোরে তার লাশ শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া সদুরচর গ্রামে। খুশি বেগম প্রবাসী মহিউদ্দিনের স্ত্রী। ঘটনার পর থেকে শ্বশুড়বাড়ির লোকজন পলাতক রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, প্রায় ৩ বছর আগে খুশি বেগমের সঙ্গে মহিউদ্দিনের বিয়ে হয়। মহিউদ্দিন ওমান থাকত। প্রায় দের মাস আগে সে দেশে ফিরে আসে। শ্বশুর-শাশুড়ি নির্যাতন করায় খুশি বেগম তার বাপের বাড়ি চলে আসেন। গত ১৫ দিন আগে তার স্বামী স্ত্রীকে বুঝিয়ে তাদের বাড়িতে নিয়ে আসে। কিন্তু বৃহস্পতিবার সকালে পুলিশ খবর পেয়ে শ্বশুরবাড়ি থেকে খুশি বেগমের মৃত দেহ উদ্ধার করে। সকাল থেকে শ্বশুর-শাশুড়ি ও স্বামীসহ ওই পরিবারের সবাই নিখোঁজ রয়েছে। ভৈরবে মাদকসেবী নিজস্ব সংবাদদাতা ভৈরব থেকে জানান, বৃহস্পতিবার দুপুরে পঞ্চবটি পুকুরপাড় এলাকা সংলগ্ন রেলওয়ে কলোনি থেকে পুলিশের কথিত সোর্স কাশেম ( ৪৫) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ কাশেমকে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এলাকাবাসী জানায়, সকালে সোর্স কাশেমের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় কাউন্সিলরকে জানানো হয়। নিহত কাশেম পঞ্চবটি এলাকার মাদক স¤্রাজ্ঞীর রহিমা ওরফে রুহির বাড়িতে নিয়মিত মাদক সেবন করত। তার বিরুদ্ধে ভৈরব থানা ও রেলওয়ে থানায় একাধিক মাদকের মামলাও রয়েছে। ওয়ার্ড কাউন্সিলর মমিনুল হক রাজু বলেন, খবর পেয়ে এখানে এসে দেখি কাশেমের লাশ পড়ে আছে। মাগুরায় নারী নিজস্ব সংবাদদাতা মাগুরা থেকে জানান, শালিখা উপজেলার বুনাগাতি গ্রামের ব্রিজের নিচ থেকে বস্তা বন্দী অবস্থায় এক মহিলার গলিত লাশ উদ্ধার করেছে শালিখা থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত হয়। জানা যায়, বুধবার রাতে শালিখার বুনাগাতির চিত্রা নদীর ব্রিজের নিচ থেকে অঞ্জাত পরিচয় এক মহিলার বস্তাবন্দী গলিত লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।
×