ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইসলামের অন্তর্নিহিত দর্শনই সুফীবাদ

প্রকাশিত: ০৯:২৬, ৩১ জানুয়ারি ২০২০

ইসলামের অন্তর্নিহিত দর্শনই সুফীবাদ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মাইজভা-ার দরবার শরীফের সাজ্জাদানশীন আওলাদে রাসুল (দ.) শাহ্সুফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী বলেছেন, মহানবীর (দ.) ইল্ম ও জ্ঞানের উত্তরাধিকারী হলেন আউলিয়ায়ে কেরাম। যুগে যুগে আল্লাহর নৈকট্যধন্য ওলী-মনীষীগণ মানুষকে ইসলামের দীপ্তিতে আলোকিত করেন এবং সুপথ দেখিয়ে আসছেন। আর ইসলামের তাত্ত্বিক, প্রায়োগিক ও অন্তর্নিহিত দর্শনই হচ্ছে সুফীবাদ। সুফীবাদই ইসলামের মূল নির্যাস। ইসলামের ফলিত তাত্ত্বিক অন্তর্গূঢ় সুফীতাত্ত্বিক দর্শন ও মাইজভা-ারী তরিকা দেশ ও বহির্বিশ্বে বিস্তৃতভাবে তুলে ধরে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন শাহ্সুফী মাওলানা সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্-হাসানী (রহ.)। তার মতো কীর্তিমান, ত্যাগী, নিবেদিতপ্রাণ আধ্যাত্মিক মনীষীর শূন্যতা কখনও পূরণ হবার নয়। বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে ৮৩তম খোশরোজ শরীফ উপলক্ষে ‘দেশ ও বহির্বিশ্বে সুফীবাদী দর্শন প্রচার-প্রসারে হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্-হাসানীর অবদান’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী কথাগুলো বলেন। সেমিনার উদ্বোধন করেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আল্হাজ সুফী মোঃ মিজানুর রহমান। সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। চসিক মেয়র বলেন, ইসলামের সত্যিকার দর্শন ও রূপরেখা মানুষের মাঝে নির্মোহভাবে তুলে ধরে আসছেন মহাত্মা আউলিায়ে কেরাম। তেমনি অসাধারণ আধ্যাত্মিক ব্যক্তিত্ব হযরত শাহ্সুফী মাওলানা সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্-হাসানী। সন্ত্রাস-জঙ্গীবাদ ও ইসলামের নামে গর্জে ওঠা ফিতনা/ফাসাদ থেকে বেরিয়ে আসতে এ ধরনের ওলী-মনীষীর পদাঙ্ক অনুসরণ করতে হবে।
×