ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দক্ষতা ও সচেতনতা নিয়ে সভা

প্রকাশিত: ০৯:২৫, ৩১ জানুয়ারি ২০২০

দক্ষতা ও সচেতনতা নিয়ে সভা

নিজস্ব সংবাদদাতা, কচুয়া, ৩০ জানুয়ারি ॥ চাঁদপুরের কচুয়ায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়নে নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভর সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জনশক্তি ও কর্মসংস্থান কার্যালয়ের সহকারী পরিচালক ফখরুল ইসলাম, চাঁদপুর ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আকরাম আলী, বিভাগীয় প্রধান আল আমিন প্রধান প্রমুখ। এ সময় জনপ্রতিনিধি, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, শিক্ষকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ সেমিনারে অংশগ্রহণ করেন। বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সেমিনার নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৩০ জানুয়ারি ॥ পরিবেশ, প্রকৃতি সুরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক এক সেমিনার বৃহস্পতিবার গাইবান্ধা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ও বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন এই সেমিনারের আয়োজন করে। এ উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান ও পরিবেশ বিষয়ক কুইজ অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলমগীর কবিরের সভাপতিত্বে এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন।
×