ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরা সীমান্ত থেকে ৪৩ লাখ টাকার সোনা উদ্ধার

প্রকাশিত: ০৯:২৪, ৩১ জানুয়ারি ২০২০

সাতক্ষীরা সীমান্ত থেকে ৪৩ লাখ টাকার সোনা উদ্ধার

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ ভারতে পাচারের সময় সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ৬ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার দুপুরে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তের রাজ্জাকের মোড় থেকে উক্ত স্বর্ণের বার জব্দ করা হয়। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের একটি বড় চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির টহলরত বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়। নড়াইল জেলা আইনজীবী সমিতির নির্বাচন নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ৩০ জানুয়ারি ॥ নড়াইল জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি পদে এ.এফ.এম হেমায়েৎ উল্লাহ হিরু এবং সাধারণ সম্পাদক পদে উত্তম কুমার ঘোষ নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার জেলা আইনজীবী ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১টি পদের মধ্যে ৯টি পদে বিজয়ী হয়। তবে এ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি। সমিতির অন্য নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি পদে সঞ্জীব কুমার বসু, সহ-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ইস্র্রাফিল খবির রাজু (স্বতন্ত্র), গ্রন্থাগার সম্পাদক রাজিয়া সুলতানা পপি, আইন ও সমাজ কল্যাণ সম্পাদক মাহাবুব হোসেন, সদস্য জামাল উদ্দিন আহম্মেদ, অনুপম কুমার ঘোষ, মিশকাতুর রহমান, রাকিব হাসান এবং রাজিব আহম্মেদ রাজু (স্বতন্ত্র)।
×