ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে জামায়াত নেতার হামলায় নারী জখম

প্রকাশিত: ০৯:২২, ৩১ জানুয়ারি ২০২০

রাজশাহীতে জামায়াত নেতার হামলায় নারী জখম

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী নগরীর বসুয়া এলাকার এক বাড়িতে প্রবেশ করে এক নারীকে পিটিয়ে জখম করেছে এক জামায়াত নেতা। পরে ওই নারীকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত নারীর নাম রূপালী বেগম (৪০) তিনি ওই এলাকার অটোচালক বাদলের স্ত্রী। বুধবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্তের নাম মাহবুবুল আলম কাজল (৪৫)। তিনি একই এলাকার মৃত বেলাল হোসেনের ছেলে। তিনি জামায়াত নিয়ন্ত্রিত বিসমিল্লাহ একাডেমির পরিচালক ও নগরীর ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর রোকন। তার বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ তুলেছেন আহত গৃহবধূ রূপালী ও তার স্বামী বাদল। হাসপাতালে চিকিৎসাধীন রূপালী জানান, তার ছেলে অনিক পঞ্চম শ্রেণী পর্যন্ত কাজলের বিসমিল্লাহ একাডেমিতে পড়ত। একবছর আগে তাকে ওই একাডেমি থেকে বের করে পাশের উচ্চ বিদ্যালয়ে ভর্তি করা হয়। এরপর থেকেই কাজল বিভিন্নভাবে ওই পরিবারকে হুমকি-ধমকি দিয়ে আসছিল। সর্বশেষ বুধবার বিকেলে স্থানীয় মাঠে খেলতে গিয়ে রূপালীর ছেলে অনিকের সঙ্গে কাজলের ছেলের মারামারি হয়। এ ঘটনার জের ধরে রাত সাড়ে নয়টার দিকে কাজল রূপালীর বাড়িতে প্রবেশ করে তাকে এলোপাতাড়ি মারধর করে। এ সময় বাড়িতে তার স্বামী না থাকায় শ্লীলতাহানীর চেষ্টাও করে। পরে আহত অবস্থায় প্রতিবেশীরা রূপালীকে উদ্ধার করে প্রথমে রাজপাড়া থানায় নিয়ে যান। সেখানে ওসির পরামর্শে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখন তিনি রামেক হাসপাতালের ৪০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
×