ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীরা মুখ্য ভূমিকা পালন করেন ॥ প্রধান বিচারপতি

প্রকাশিত: ০৯:২২, ৩১ জানুয়ারি ২০২০

ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীরা মুখ্য ভূমিকা পালন করেন ॥ প্রধান বিচারপতি

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ৩০ জানুয়ারি ॥ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, দেশে আইনের শাসন, ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে আইনজীবীগণ মুখ্য ভূমিকা পালন করেন। পাশাপাশি আইনজীবীগণ বিচার কার্যে বিচারকগণকে সহায়তা করেন। ফলে আইনজীবী ও বিচারকগণের সমন্বয়ে সুশাসন, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। আমাদের মনে রাখতে হবে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতাকে আরও কার্যকর করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বুধবার রাতে কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি আয়োজিত তাকে দেয়া সংবর্ধনা ও নৈশভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মিয়া মোঃ ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে এছাড়াও বক্তৃতা করেন সুপ্রীমকোর্টের আপীল বিভাগের বিচারপতি মোঃ নূরুজ্জামান। এ সময় হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, বিচারপতি আমির হোসেন, বিচারপতি মোঃ মাহবুব-উল-ইসলাম, জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ বিপিএমসহ জেলা জজশিপের বিচারক ও জেলার আইনজীবীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ সহিদুল ইসলাম শহীদ।
×