ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নান্দাইলে ১৬৩ মৃত ব্যক্তির নামে সরকারী ভাতা !

প্রকাশিত: ০৯:২১, ৩১ জানুয়ারি ২০২০

নান্দাইলে ১৬৩ মৃত ব্যক্তির নামে সরকারী ভাতা !

সংবাদদাতা, নান্দাইল, ৩০ জানুয়ারি ॥ উপজেলার সিংরইল ইউনিয়নে ১৬৩ মৃত উপকারভোগীর নামে সরকারী ভাতা বিতরণ চালু থাকার চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ২০১৪ সালে মারা গেছেন এমন ব্যক্তির ভাতাও উত্তোলন করার তথ্য উঠে আসে। উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় উপকারভোগীর সংখ্যা (বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী) সাড়ে ২১ হাজারের মতো। আর সিংরইল ইউনিয়নে উপকারভোগীর সংখ্যা ১ হাজার ২৫৯ জন। সামাজিক নিরাপত্তা খাতে সহায়তা হিসেবে সরকার এই ভাতা প্রদান করছে। এই ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলাম। তার আমলেই মৃতদের নামে ভাতা উত্তোলন করা হচ্ছিল। এ তথ্য জানাজানি হওয়ার পর জানুয়ারি মাস থেকে উল্লেখিতদের নামে ভাতা ছাড় করা হচ্ছে না। নান্দাইল উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইনসান আলী বলেন, তিনি মুশুলি ইউনিয়নে অবস্থিত একটি ব্যাংক থেকে তথ্য সংগ্রহ করে জানতে পারেন সেখানে ১৭ লাখ টাকা পড়ে আছে। বিপুল অর্থ পড়ে থাকার ঘটনাটি নিয়ে তিনি অনুসন্ধানে নামেন। একটি কলেজের কিছু ছাত্রকে মাঠ পর্যায়ে কাজে লাগিয়ে তিনি ১৬৩ জন উপকারভোগী মারা যাওয়ার তথ্য পান। এর মধ্যে ২০১৪ সালে মারা গেছেন এমন ব্যক্তির নামও রয়েছে। ওই কর্মকর্তা বলেন, ১৬৩ জন মৃত উপকারভোগীর ভাতা বন্ধ করে তাদের স্থলে জীবিতদের প্রতিস্থাপন করার কাজ চলছে।
×