ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইউপি সদস্যসহ ব্যাংক জালিয়াত চক্রের চার সদস্য আটক

প্রকাশিত: ০৯:২১, ৩১ জানুয়ারি ২০২০

ইউপি সদস্যসহ ব্যাংক জালিয়াত চক্রের চার সদস্য আটক

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ কুমিল্লার দাউদকান্দির গৌরিপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ব্যাংক জালিয়াত চক্রের মূল হোতাসহ চার জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ সদস্যরা। এ সময় গুলিসহ বিদেশী পিস্তল ও বিপুল পরিমাণ ব্যাংক জালিয়াতির সরঞ্জাম উদ্ধার করা হয়। বুধবার রাতে নারায়ণগঞ্জে অবস্থিত র‌্যাব-১১’র সদস্যরা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১১’র উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোঃ রেজাউল হক র‌্যাব-১১’র প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলেপ উদ্দিন ও সহকারী পুলিশ সুপার নাজমূল হাসান। গ্রেফতারকৃতরা হলো- কুমিল্লার দাউদকান্দির চরচারিপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে মোঃ ইদ্রিস মিয়া (৪৪), একই জেলার মুরাদনগরের দারোরা এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে ইউপি সদস্য মোঃ মমিনুল ইসলাম (৪৬), একই এলাকার আব্দুল মতিনের ছেলে রুবেল (২৪) ও একই জেলার ও থানার পালাসুতার কাজী আবু মুসার ছেলে আবু বক্কর সালাফী (৪৩)। গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়- ম্যাগজিনসহ ১টি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড পিস্তলের গুলি, ১টি চাপাতি, ১টি চাকু, ১টি রঙ্গিন প্রিন্টার, জালিয়াতির কাজে ব্যবহৃত অগ্রণী, ডাচ বাংলা, সোনালী, পূবালী ও ইসলামী ব্যাংকসহ ভুয়া সিল ২৪টি, ১৬টি সোনালী ব্যাংকের ভুয়া ট্রান্সজেকশন ভাউচার, ২৮টি বিভিন্ন ব্যাংকের ভুয়া এক্সপ্রেস মানি রিসিপ্ট ভাউচার, ২ পাতা এনসিসি ব্যাংকের ভুয়া পেমেন্ট স্লিপ, ১১ জনের ভুয়া গলাকাটা এনআইডি এবং ভুয়া এনআইডি তৈরির ছবি-১৬টি উদ্ধার করা হয়। র‌্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলেপ উদ্দিন জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, তারা একটি সংঘবদ্ধ ব্যাংক জালিয়াত চক্র। এ চক্রটি এ পর্যন্ত বিভিন্ন ব্যাংক থেকে গ্রাহকের প্রায় ১ কোটি টাকা জালিয়াতি করে হাতিয়ে নিয়েছে। তাদের বিরুদ্ধে পৃথক ৩টি (ডাকাতির প্রস্তুতি, জালিয়াতি, অস্ত্র আইনে) মামলা দায়ের করা হবে বলে তিনি জানান।
×