ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বহিরাগত যে যেখানে আছেন সেখানেই থাকবেন : র্যাব ডিজি

প্রকাশিত: ০৮:৪০, ৩০ জানুয়ারি ২০২০

 বহিরাগত যে যেখানে আছেন সেখানেই থাকবেন  : র্যাব ডিজি

অনলাইন রিপোর্টার ॥ আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে অপ্রয়োজনীয় কোনো লোকের অপতৎপরতা আমরা চাই না। আজ রাতে প্রচারণা শেষ হয়ে যাবে। যদি বহিরাগত কেউ থেকে যান, আশা করবো আপনি যেখানে আছেন সেখানেই থাকবেন। বললেন র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। আজ বৃহস্পতিবার রাজধানীর কারওয়ানবাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। র্যাব ডিজি বলেন, যারা বহিরাগত তারা জেনুইন ভোটারদের চলাফেরা ও ভোটদানে সহযোগিতা করবেন। কোন ঝামেলা করবেন না কোথাও জড়ো হবেন না। ইটস আওয়ার ইনস্ট্রাকশন। র্যাব মহাপরিচালক বলেন, সিটি নির্বাচনকে কেন্দ্র করে যেগুলো কেন্দ্র ঝুঁকিপূর্ণ রয়েছে সেদিকে র্যাবের বাড়তি নজর থাকবে। তবে আমরা আগে থেকেই কিছু করতে চাচ্ছি না। কারণ অপব্যাখ্যা হতে পারে। দেশের ভোটার, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোটদান ও গ্রহণ করার ক্ষেত্রে অভিজ্ঞ। আমি মনে করি না কেউ নির্বাচনকেন্দ্রিক অপতৎপরতা চালানোর চেষ্টা করবেন। এরপরেও যদি কেউ করার চেষ্টা করেন তাহলে দেশে যে প্রচলিত আইন আছে সেই আইনের আওতায় আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।
×