ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আবরার হত্যা মামলা চলবে দ্রুত বিচার ট্রাইবুনালে

প্রকাশিত: ০৬:৩৩, ৩০ জানুয়ারি ২০২০

 আবরার হত্যা মামলা চলবে দ্রুত বিচার ট্রাইবুনালে

অনলাইন রিপোর্টার ॥ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানির নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ ফেব্রুয়ারি। আজ বৃহস্পতিবার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। তবে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য এ নতুন দিন ধার্য করেন। আদালত জানান, মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে বদলি করা হবে। এজন্য কিছু আনুষ্ঠানিকতা আছে। সরকার সেই আনুষ্ঠানিকতা শেষে গেজেট জারি করলে বদলির আদেশ হবে। এর আগে অভিযোগ গঠন শুনানির জন্য কারাগার থেকে ২২ আসামিকে আদালতে হাজির করা হয়। গত ২১ জানুয়ারি আবরার হত্যা মামলায় ২৫ ছাত্রের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন আদালত। তার আগে গত ১৩ জানুয়ারি মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে নথিপত্র পাঠিয়ে দেন সিএমএম আদালত। আবরার বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭তম ব্যাচ) ছাত্র ছিলেন। গত ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একদল নেতা-কর্মী। এ ঘটনায় ১৩ নবেম্বর ২৫ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেয় গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই ২৫ জনের মধ্যে ১১ জন সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেন। বাকি ১৪ জনের বিরুদ্ধে ঘটনায় সংশ্লিষ্টতা পাওয়া গেছে। ১৮ নবেম্বর অভিযোগপত্র গ্রহণ করেন আদালত। আবরার হত্যা মামলায় এজাহারভুক্ত আট আসামি এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তারা হলেন, নাজমুস সাদাত, ইফতি মোশাররফ সকাল, মেফতাহুল ইসলাম জিয়ন, অনিক সরকার, মুজাহিদুর রহমান, মেহেদি হাসান রবিন, তাবাখখারুল ইসলাম তানভীর ও মনিরুজ্জামান মনির। বাকিরা পুলিশের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছে বলে জানান মনিরুল ইসলাম।
×