ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

উহান থেকে ফিরতে চান ৩ শতাধিক বাংলাদেশী

প্রকাশিত: ১২:৩৯, ৩০ জানুয়ারি ২০২০

উহান থেকে ফিরতে চান ৩ শতাধিক বাংলাদেশী

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনা ভাইরাস সংক্রমণের কারণে তিন শ’র বেশি বাংলাদেশী চীনের উহান থেকে ঢাকায় ফেরত আসার জন্য আবেদন করেছেন। তাদের ফেরত আনার জন্য চীনের সঙ্গে যোগাযোগ রাখছে বাংলাদেশ দূতাবাস। বুধবার রাতে চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব-উজ-জামান বলেন, ‘দেশে কে কে ফিরতে চান তা জানার জন্য বাংলাদেশীদের মধ্যে ফরম বিতরণ করা হয়েছে। আমরা ৩০০-এর বেশি আবেদন পেয়েছি।’ খবর ওয়েবসাইটের। কবেনাগাদ তাদের ঢাকায় পাঠানো হতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘চীন আমাদের জানিয়েছে দুই সপ্তাহ পর্যবেক্ষণের পর তারা সিদ্ধান্ত নেবে। সেই হিসেবে আমাদের ধারণা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহনাগাদ চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া সম্ভব হবে।’ তিনি বলেন, ‘বাংলাদেশীদের ফেরত আনার জন্য চীনকে অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে পূর্ণ সহযোগিতা করবে বলে তারা আমাদের জানিয়েছে। ঢাকায় কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আমরা তারিখ ঠিক করব।’ রাষ্ট্রদূত বলেন, ‘উহানের কাছে লিচান নামের একটি শহরে ১২০ জন বাংলাদেশী আছে। ওই শহরটিও লকডাউনে (নিষেধাজ্ঞা) আছে। তারাও আমাদের অনুরোধ করেছে তাদের দেশে ফেরত পাঠিয়ে দেয়ার জন্য।’ বাংলাদেশী কেউ আক্রান্ত হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘কুনমিংয়ে দুইজন বাংলাদেশী অসুস্থ হয়ে পড়লে তাদের করোনা ভাইরাস পরীক্ষা করার পর নেগেটিভ ফলাফল পাওয়া গেছে।’ এ বিষয়ে কুনমিংয়ে বাংলাদেশ কনসাল জেনারেলের সঙ্গে যোগাযোগ এবং ঢাকায় তথ্য পাঠানো হচ্ছে বলে তিনি জানান।
×