ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক কর্মকর্তার সাক্ষাত

প্রকাশিত: ১২:২৫, ৩০ জানুয়ারি ২০২০

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক কর্মকর্তার সাক্ষাত

জনকণ্ঠ ডেস্ক ॥ সরকার সব ধরনের উন্নয়ন কাজ পরিকল্পিত উপায়ে পরিচালনা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হাটউইগ শেফার সৌজন্য সাক্ষাতে এলে তাকে একথা বলেন তিনি। খবর বিডিনিউজের। প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, পরিকল্পিত উপায়ে আমরা উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছি, আমাদের লক্ষ্য হচ্ছে গ্রামীণ জনপদের মানুষের অর্থনৈতিক উন্নয়ন, গ্রামের মানুষ শহরের সুবিধা পাবে।’ উন্নয়নের জন্য যোগাযোগ ও বিদ্যুত সরবরাহ ব্যবস্থার গুরুত্বের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেছেন, সড়ক ও রেলপথের পাশাপাশি নৌপথকেও গুরুত্ব দিচ্ছে সরকার। কারণ তা স্বল্প ব্যয়ের বলে মানুষ উপকৃত হবে। বিভিন্ন দেশের সঙ্গে আন্তঃ যোগাযোগ বৃদ্ধিতে বিবিআইএন এবং বিসিআইএম-এর গুরুত্বের কথাও প্রধানমন্ত্রী তুলে ধরেন। বাংলাদেশের সৈয়দপুর বিমানবন্দরের উন্নয়নে সরকারের নেয়া পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, এটি যেন বিভিন্ন দেশের সঙ্গে আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রে একটি কেন্দ্র হিসেবে কাজ করতে পারে, সেজন্যই এই পদক্ষেপ নেয়া হয়েছে। ভারত, নেপাল, ভুটান এই বিমানবন্দর ব্যবহার করতে পারে। আগামী দুই বছরের মধ্যে শতভাগ মানুষকে বিদ্যুত সুবিধার আওতায় আনার পরিকল্পনা জানিয়ে প্রধানমন্ত্রী ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুত কেনার কথাও বলেন। শেখ হাসিনা বলেন, বাংলাদেশে যে ১০০ অর্থনৈতিক অঞ্চল হচ্ছে, সেখানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি তথ্যপ্রযুক্তির সুবিধা গ্রামে পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে। নারীর ক্ষমতায়নের প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘অতীতে আমরা প্রতিবন্ধকতা মোকাবেলা করলেও বর্তমানে সেটা আমরা কাটিয়ে উঠেছি। এখন দেশের সেনাবাহিনী থেকে শুরু করে প্রতিটা সেক্টরে নারীরা সফলভাবে কাজ করছেন। বিশ্বব্যাংকের কর্মকর্তা শেফার বলেন, গত পাঁচ দশকে বাংলাদেশ অতি দরিদ্র অবস্থা থেকে এখন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। বিশ্বের অন্যান্য দেশ বাংলাদেশের এই অভাবনীয় সাফল্য থেকে শিক্ষা নিতে পারে। এ অঞ্চলের দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে ‘উইন-উইন’ পদ্ধতিতে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, মুখ্য সচিব আহমদ কায়কাউস, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সচিব মনোয়ার আহমদ এই সময় উপস্থিত ছিলেন।
×