ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পারিবারিক নির্যাতন নিয়ে ‘আরেকটি সকাল’

প্রকাশিত: ১২:১১, ৩০ জানুয়ারি ২০২০

পারিবারিক নির্যাতন নিয়ে ‘আরেকটি সকাল’

বিয়ের পর থেকেই লিয়াকত হাসান স্ত্রীর ওপর নির্যাতন চালিয়ে আসছে। এই নির্যাতনের মাত্রা চরমে ওঠে একটা সময়। এদিকে সংসারে তাদের সন্তানের জন্ম হয়। কিন্তু লিয়াকত সাহেব সন্তানের জন্ম পরিচয় নিয় প্রশ্ন তোলে। তাকে সন্তান হিসেবে মেনে নিতে পারেন না। ফলে একমাত্র সন্তানের ওপর কারণে-অকারণে মারধরসহ বিভিন্নভাবে নির্যাতন চালিয়ে যান তিনি। এভাবে প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয় মা ও ছেলে। এভাবেই একটি পারিবারিক নির্যাতনের গল্পটি এগিয়ে যায়। সম্প্রতি থিয়েট্রিক্যাল মিক্সড স্টোরিসের প্রযোজনায় পারিবারিক নির্যাতন নিয়ে ফেস্টিভ্যালে প্রদর্শনের জন্য নির্মিত হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আরেকটি সকাল’। উত্তরার স্বপ্লীল শূটিং হাউজে এটির শূটিং সম্পন্ন হয়। মেসফির আয়াজ নিরবের গল্পে ও অনিক সরকারের রচনায় এটি নির্মাণ করেছেন মামুনূর রশীদ। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লুৎফুর রহমান জর্জ, শিরীন আলম, মেসফির আয়াজ নিরব ও পৌষাল রহমান। জানা যায়, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রথমে বিভিন্ন ফেস্টিভ্যালে প্রদর্শন হবে। আনন্দকণ্ঠ ডেস্ক
×