ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে তিন দিনের নজরুল সম্মেলন

প্রকাশিত: ১২:০৭, ৩০ জানুয়ারি ২০২০

চাঁপাইনবাবগঞ্জে তিন দিনের নজরুল সম্মেলন

ডিএম তালেবুন নবী, চাঁপাইনবাবগঞ্জ ॥ ধর্মনিরপেক্ষ জাতীয় কবি নজরুল ইসলাম। কবি সম্মেলন তিন দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। ২৬-২৮ তিন দিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক। জেলা প্রশাসকের নেতৃত্বে প্রথম দিন নবাবগঞ্জ সরকারী কলেজ মাঠ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। উদ্বোধনী দিনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মোঃ কয়েস উজ্জামান। সম্মানীয় অতিথি ছিলেন অতিরিক্ত সচিব আমিনুল ইসলাম। অনুষ্ঠান ছিল কলেজ মাঠে। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব। নবাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ ড. সংকুর কুমার কু-ু, নবাবগঞ্জ সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ মনোয়ারা খাতুন। মুখ্য আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের প্রফেসর ডাঃ অমিত রায়। গভীর রাত পর্যন্ত চলে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যেকদিন। আলোচক ছিলেন নবাবগঞ্জ সরকারী করেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক সুলতানা রাজিয়া, রাজশাহী শাহমখতুম কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. তসিকুল ইসলাম। সভাপতি ছিলেন জেলা প্রশাসক। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক একেএম তাজকেরা জামান, চাঁপাইনবাবগঞ্জ, পরে নজরুল জীবন পরিক্রমা তথ্য চিত্র প্রদর্শনী হয়। সংস্কৃতিক অনুষ্ঠান হয় সন্ধ্যায়। কবিতা পাঠ করেন কবি রেজাউদ্দিন স্টালিন। সঙ্গীতশিল্পী ছিলেন তাজুল ইসলাম, রুমী আজনবী, সেলিম রেজা, মজিবুর রহমান প্রধানীয়া, হৃদয়। হাসেন ও স্থানীয় শিল্পীরা নৃত্যে ছিলেন ওয়াদা এবং তার দল স্থানীয় শিল্পরা। দ্বিতীয় দিন সরকারী কলেজ মাঠে আলোচনা সভা ছিল। প্রধান অতিথি ও মূল আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক প্রফেসর ড. সফিকুল সামাদী। বিশেষ অতিথি ছিলেন ড. সংকুর কুমার কু-ু ও প্রফেসর মনোয়ারা খাতুন। আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক ড. মুহাম্মদ আলমগীর ও প্রফেসর গোলাম মোস্তফা। সভাপতি ছিলেন জেলা প্রশাসক, স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক, নবাবগঞ্জ দেবেন্দ্র নাথ ওরাও। নজরুল পরিক্রমা তথ্য চিত্র প্রদর্শনী হয়। কবিতা পাঠ করেন কবি আমিনুল ইসলাম। সঙ্গীতশিল্পী ছিলেন, সন্ধয় কবিরাজ, বিজন চন্দ্র মিস্ত্রি, শাহিনা আক্তার পাপিয়া, হাসিনা, ফিরোজ খান, তাপস কুমার বড়ুয়া ও স্থানীয় শিল্পীরা। নিত্যে ছিলেন ওয়ার্দা ও তার দল ও স্থানীয় শিল্পীরা।তৃতীয় দিনের অনুষ্ঠান হয় মহিলা সরকারী কলেজ চত্বরে। প্রথমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। মুখ্য আলোচক ছিলেন কবি নজরুল ইনস্টিটিউটের অতিরিক্ত সচিব আব্দুর রাজ্জাক ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তাজ-কির উজ্জামান। আলোচক ছিলেন প্রফেসর মনোয়ারা খাতুন, ড. মাজহারুল ইসলাম তরু নবাবগঞ্জ সরকারী কলেজ। তৃতীয় দিনে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক। স্বাগত বক্তব্য রাখেনÑ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাশরুবা ফেরদৌস। সমাপনী দিনে সনদ ও পুরাস্কার বিতরণ অনুষ্ঠান হয়। প্রধান অতিথি ছিলেন আব্দুর রাজ্জাক ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. সংকুর কুমার কু-ু। জেলা প্রশাসকের সভাতিত্বে ধন্যবাদ জ্ঞাপন করেন সহকারী পরিচালক নজরুল ইসলাম ইনস্টিটিউট মোঃ মাহবুবুল ইসলাম। সাংস্কৃতিক সন্ধ্যায় কবিতা পাঠ করেন কবি আসলাম সানী। সঙ্গীতে ছিলেন জোসফ কমল রড্রিক্স, করিম হাসনাৎ খান, বদরুদ্দোজা, ইসরাত মর্তৃজা ও স্থানীয় শিল্পীরা। নৃত্যে ছিলেন ওয়ার্দা বিহার ও তার দল এবং স্থানীয় শিল্পীরা।
×