ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নারী টি২০ ক্রিকেট বিশ্বকাপ

বাংলাদেশ ক্রিকেট দল ঘোষিত

প্রকাশিত: ১২:০৪, ৩০ জানুয়ারি ২০২০

বাংলাদেশ ক্রিকেট দল ঘোষিত

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়ায় নারী টি২০ বিশ্বকাপ হবে। ২১ ফেব্রুয়ারি শুরু হবে বিশ্বকাপ ৮ মার্চ ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে। এ বিশ্বকাপের জন্য বাংলাদেশ নারী ক্রিকেট দল ঘোষণা করা হয়েছে। সালমা খাতুনকে অধিনায়ক করে বুধবার ১৫ সদস্যের বাংলাদেশ নারী ক্রিকেট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে সালমা খাতুন ছাড়াও সহ-অধিনায়ক হিসেবে রুমানা আহমেদ আছেন। রয়েছেন জাহানারা আলম, শামিমা সুলতানা, মুরশিদা খাতুন হ্যাপি, আয়েশা রহমান, নিগার সুলতান জ্যোতি, সানজিদা ইসলাম, খাদিজা তুল কুবরা, পান্না ঘোষ, ফারজানা হক পিংকি, নাহিদা আখতার, ফাহিমা খাতুন, রিতু মনি ও সোবহানা মুস্তারি। স্ট্যান্ডবাই হিসেবে থাকছেন শায়লা শারমিন, সুরাইয়া আজমিম, লতা ম-ল, পূজা চক্রবর্তী ও রাবেয়া। বিশ্বকাপে ক্যানবেরায় ২৪ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে ম্যাচ দিয়ে মূল পর্বের মিশন শুরু করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এরপর এক এক করে ক্যানবেরায় ২৭ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া, ২৯ ফেব্রুয়ারি মেলবোর্নে নিউজিল্যান্ড, ২ মার্চ মেলবোর্নে শ্রীলঙ্কার বিরুদ্ধে লড়াই করবে বাংলাদেশ। এর আগে আগামী ৩ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বেন নারী ক্রিকেটাররা। ব্রিসবেন হয়ে গোলকোস্টে যাবেন সালমাবাহিনী। শুরুতে গোল্ডকোস্টে ৭, ১০ ও ১২ ফেব্রুয়ারি তিনটি ম্যাচ খেলা হবে। এখনও দল চূড়ান্ত হয়নি। ১৬ ফেব্রুয়ারি থাইল্যান্ড ও ২০ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে অংশ নেবে বাংলাদেশ দল। এ দুটি ম্যাচ শেষে বিশ্বকাপের মূল পর্বের খেলা শুরু করবে বাংলাদেশ। বাংলাদেশ ‘এ’ গ্রুপে আছে। কঠিন গ্রুপে পড়েছে। গ্রুপ পর্বের খেলাগুলো ৩ মার্চ শেষ হবে। যদি বাংলাদেশ দল গ্রুপ পর্বে পয়েন্ট তালিকায় সেরা দুই দলের একটি হতে পারে, তাহলে ৫ মার্চ সিডনিতে সেমিফাইনাল খেলবে। আর যদি তা না পারে, তাহলে ৩ মার্চ দেশে ফেরার বিমানে চড়বে। এক মাসের সফরে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাংলাদেশ নারী ক্রিকেট দল ॥ সালমা খাতুন (অধিনায়ক), রুমানা আহমেদ (সহ অধিনায়ক), জাহানারা আলম, শামিমা সুলতানা, মুরশিদা খাতুন হ্যাপি, আয়েশা রহমান, নিগার সুলতান জ্যোতি, সানজিদা ইসলাম, খাদিজা তুল কুবরা, পান্না ঘোষ, ফারজানা হক পিংকি, নাহিদা আখতার, ফাহিমা খাতুন, রিতু মনি ও সোবহানা মুস্তারি।
×