ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রাম ফুটবল উন্নয়ন ফোরামের গোলটেবিল বৈঠক

প্রকাশিত: ১২:০৩, ৩০ জানুয়ারি ২০২০

চট্টগ্রাম ফুটবল উন্নয়ন ফোরামের গোলটেবিল বৈঠক

স্পোর্টস রিপোর্টার ॥ চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মোঃ আলমগীর ও কাজী সালাউদ্দিনকে ফুটবল সন্ত্রাস বলে মন্তব্য করলেন। ফুটবলে সালাউদ্দিন কলঙ্ক, এমন মন্তব্যও করেছেন তিনি। বাফুফে সভাপতির দায়িত্বে ১২ বছরের কর্মকা-ে ত্যক্ত-বিরক্ত হয়ে এমন মন্তব্য সিরাজউদ্দিন মোঃ আলমগীরের। দু’দিন আগে ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল গোল টেবিল বৈঠক। সেখানে প্রতিপাদ্য ছিল ‘স্বচ্ছ নেতৃত্ব সময়ের দাবি’/ ‘কেমন নেতৃত্ব চাই’ শীর্ষক আলোচনা সভা। এবার চট্টগ্রামে অনুষ্ঠিত হলো গোল টেবিল বৈঠক। চট্টগ্রাম ফুটবল উন্নয়ন ফোরামের আয়োজনে চট্টগ্রাম ক্লাব অডিটোরিয়ামে আয়োজিত হয় এই গোল টেবিল বৈঠক। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এবং চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলহাজ আলী আব্বাস, বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মোঃ আলমগীর, বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক এবং বিভাগীয় ফুটবল এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি নজরুল ইসলাম লেদু, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য আলহাজ আবুল হাশেম, চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতির সভাপতি হাফিজুর রহমান, বিভাগীয় ফুটবল এ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি শহিদুর রহমান, সাধারণ সম্পাদক ওয়াহিদুল আলম দুলাল, সাবেক জাতীয় ফুটবলার এজহারুল হক টিপু, দেবাশীষ বড়ুয়া দেবু। চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলহাজ আলী আব্বাস বলেন, দেশের মৃতপ্রায় ফুটবলকে জাগিয়ে তুলতে কেন্দ্রীয় নেতৃত্বে পরিবর্তনের কোন বিকল্প নেই। আমরা ৭০-৮০ দশকের জনপ্রিয় ফুটবলকে ফিরিয়ে আনতে চাই। এ বিষয়ে ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি। সিরাজউদ্দিন মোঃ আলমগীর বলেন, বছরের পর বছর দেশের ফুটবলকে জিম্মি করে রেখে জাতীয় ফুটবল প্রতিভা সম্পূর্ণরূপে ধ্বংসের পেছনে এই সালাউদ্দিনের নেতৃত্বে থাকা ব্যর্থ কমিটিকে দায়ী করেন। তিনি অতিসত্ত্বর বাফুফে নেতৃত্বের পরিবর্তনের মাধ্যমে দেশের ফুটবল উন্নয়নের পথ সুগম করার জন্য সবার সমন্বিত প্রয়াসের পাশাপাশি ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতির সভাপতি হাফিজুর রহমান বলেন, দেশের ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হলে বর্তমান অর্থব ও সম্পূর্ণভাবে ব্যর্থ কমিটি পরিবর্তনের কোন বিকল্প নেই। সাবেক জাতীয় ফুটবলার এজহারুল হক টিপু বলেন, ‘তৃণমূল থেকে যথাযথ পরিকল্পনার মাধ্যমে দেশের মৃতপ্রায় ফুটবলকে জাগিয়ে তুলতে হবে। যে কাজে শতভাগ ব্যর্থ হয়েছেন বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন। তিনি আরও বলেন, নতুন নেতৃত্ব এখন সময়ের দাবি।
×