ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচ আগেই টি২০ সিরিজ জিতে গেল ভারত

সুপার ওভারে কিউইদের হারালেন রোহিত শর্মা

প্রকাশিত: ১২:০২, ৩০ জানুয়ারি ২০২০

সুপার ওভারে কিউইদের হারালেন রোহিত শর্মা

স্পোর্টস রিপোর্টার ॥ সুপার ওভার- নিউজিল্যান্ডের জন্য এক দুঃস্বপ্নের নাম। ক্ষমতা থাকলে কিউইরা হয়ত ক্রিকেট থেকে সুপার ওভারের নিয়মটাই তুলে দিত! লর্ডসে ওয়ানডে বিশ্বকাপের ঐতিহাসিক সেই ফাইনালে মূল ম্যাচের পর সুপার ওভারও টাই হয়েছিল, বাউন্ডারি সংখ্যায় পিছিয় থাকায় শিরোপা হাতছাড়া হয়েছিল কেন উইলিয়ামসনদের। গত বছর নবেম্বরে অকল্যান্ডে শেষ টি২০তে সেই ইংলিশদের কাছে সুপার ওভারে হেরে খোয়াতে হয়েছিল সিরিজ। এবার হার ভারতের কাছে! হ্যামিল্টনে বুধবার থ্রিলার এক ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বিরাট কোহলির দল। জবাবে ৬ উইকেটে ঠিক ১৭৯-এ থামে কিউইদের সংগ্রহ। সুপার ওভারে ১৭ রান করে স্বাগতিক নিউজিল্যান্ড। জবাবে টিম সাউদির করা সুপার ওভারের শেষ দুই বলে টানা দুটি ছক্কা হাঁকিয়ে ভারতকে দুর্দান্ত এক জয় এনে দেন রোহিত শর্মা। দুই ম্যাচ হাতে রেখেই ৩-০’তে সিরিজ নিশ্চিত করে সুপার কোহলি এ্যান্ড কোং। জাসপ্রিত বুমরাহর করা সুপার ওভারে অধিনায়ক উইলিয়ামসনের অপরাজিত ১১ রানের সৌজন্যে ১৭ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে টিম সাউদির ওভারের প্রথম ৪ বলে মাত্র ৮ রান করা ভারতের সামনে জয়ের জন্য শেষ ২ বলে প্রয়োজন পড়ে ১০ রান, শেষ বলে ৪। সাউদিকে পরপর দুবার ছক্কা হাঁকিয়ে সফরকারীদের মনে রাখার মতো এক জয় এনে দেন হিটম্যান রোহিত শর্মা। মূল ম্যাচে ৬ চার ও ৩ ছক্কায় ৪০ বলে ৬৫ রানের টর্নেডোর পর সুপার ওভারে ১৫ রান সংগ্রহ করে ম্যাচসেরার পুরস্কার বগলদাবা করেন তুখোড় এ উইলোবাজ। এর আগে মূল ম্যাচে ভারতকে ঝড়ো শুরু এনে দেন দুই ওপেনার রোহিত ও লোকেশ রাহুল। পাওয়ার প্লে’র ৬ ওভারে কোন উইকেট না হারিয়ে তারা তোলেন ৬৯ রান। হামিশ বেনেটের করা ষষ্ঠ ওভারে ৩ ছক্কা ও ২ চার হাঁকান রোহিত। প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে পাওয়ার প্লে’র ভেতরে পূরণ করেন হাফ সেঞ্চুরি। সিরিজে প্রথমবারের মতো বল হাতে নিয়েই রাহুলকে ফেরান কলিন ডি গ্র্যান্ডহোম। আগের দুই ম্যাচে হাফ সেঞ্চুরি হাঁকানো রাহুল এদিন করেন ১৯ বলে ২৭ রান। ১১তম ওভারে রোহিত ও শিবম দুবেকে ফিরিয়ে ভারতের রানের গতিতে বাধ দেন বেনেট। প্রথম ৭ ওভারে ৭৭ রান করা ভারত শেষ ১৩ ওভারে যোগ করে ১০২ রান। অধিনায়ক কোহলি ২৭ বলে করেন ৩৮ রান। রান তাড়ায় মার্টিন গাপটিলের ব্যাটে ভাল শুরু করে স্বাগতিকরা। ২১ বলে ৩ ছক্কা ও ২ চারে ৩১ রান করেন ডানহাতি এই ব্যাটসম্যান। পরপর দুই ওভারে গাপটিল ও কলিন মুনরো (১৪) ফিরে গেলে চাপে পড়ে যায় তারা। ইনিংস লম্বা করতে পারেননি ব্যাটিং অর্ডারে প্রমোশন পাওয়া মিচেল স্যান্টনারও (৯)। এরপরও উইলিয়ামসনের দুর্দান্ত ইনিংসে ভর করে জয়ের পথেই ছিল নিউজিল্যান্ড। এক প্রান্তে কলিন ডি গ্র্যান্ডহোম রান তুলতে সংগ্রাম করলেও অন্যপ্রান্তে সাবলীল ব্যাটিং করেন কিউই অধিনায়ক। ১৭তম ওভারে ওভারে জাসপ্রিত বুমরাহকে ৩টি চার হাঁকিয়ে লক্ষ্যটা নাগালের মধ্যে নিয়ে আসেন উইলিয়ামসন। মোহাম্মদ শামির করা ইনিংসের শেষ ওভারে ৯৫ রান করে আউট হয়ে যান ডানহাতি এ ব্যাটসম্যান! শেষ বলে বোল্ড ১৭ রান করা রস টেইলর! দু’জনকে ফিরিয়ে ভারতকে সুপর ওভারে নিয়ে যান শামি। হতাশ নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসন বলেছেন, সুপার ওভারের আগে অর্থাৎ মূল ম্যাচেই জেতা উচিত ছিল তাদের। আর ম্যাচসেরা রোহিত জানিয়েছেন, যখন ২ বলে ১০ রান প্রয়োজন তখনও এতটুকু হাল ছাড়েননি তিনি। এ নিয়ে ২০০৮ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৭টি সুপার ওভারের ম্যাচ খেলে ৬টিতেই হারল নিউজিল্যান্ড! যেখানে সুপার ওভারে পাঁচবার বোলিং করে চারবারই হার দেখেছেন পেসার সাউদি। অন্যদিকে ২০১৭, ২০১৯ ও ২০২০Ñ যে তিনবার বুমরাহ সুপার ওভারে বল করলেন তার সবকটিতেই জিতল ভারত। ওয়েলিংটনে শুক্রবার অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ড-ভারত পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি২০। স্কোর ॥ ভারত : ১৭৯/৫ (২০ ওভার; রোহিত ৬৫, রাহুল ২৭, দুবে ৩, কোহলি ৩৮, শ্রেয়াস ১৭, পান্ডে ১৪*, জাদেজা ১০*; বেনেট ৩/৫৪, স্যান্টনার ১/৩৭, ডি গ্র্যান্ডহোম ১/১৩)। নিউজিল্যান্ড : ১৭৯/৬ (২০ ওভার; গাপটিল ৩১, মুনরো ১৪, উইলিয়ামসন ৯৫, স্যান্টনার ৯, ডি গ্র্যান্ডহোম ৫, টেইলর ১৭, সেইফার্ট ০*; শার্দুল ২/২১, শামি ২/৩২, চাহাল ১/৩৬, জাদেজা ২/১৮)। ফল ॥ ম্যাচ টাই (সুপার ওভারে ভারত জয়ী) ম্যাচসেরা ॥ রোহিত শর্মা (ভারত) সিরিজ ॥ পাঁচ ম্যাচের টি২০ ভারত ৩-০’তে এগিয়ে।
×