ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে এশিয়া কাপ খেলবে না ভারত

প্রকাশিত: ১২:০১, ৩০ জানুয়ারি ২০২০

পাকিস্তানে এশিয়া কাপ খেলবে না ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ ধীরে ধীরে আন্তর্জাতিক ক্রিকেট ফিরতে শুরু করেছে পাকিস্তানে। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান টিম বাসে বন্দুধারীর হামলায় নিরাপত্তারক্ষীসহ কয়েকজনের প্রাণহানির পর দীর্ঘ প্রায় অর্ধযুগ কোন বিদেশী দল আর সেখানে যায়নি। জিম্বাবুইয়ে, ওয়েস্ট ইন্ডিজের পর গত বছরের শেষভাগে সেই লঙ্কানরাই প্রথম পূর্ণাঙ্গ সিরিজ খেলে এসেছে। এবার অনেক নাটকীয়তার পর তিন ধাপে পাকিস্তান সফর করছে বাংলাদেশ। ২০২০ এশিয়া কাপ দিয়ে বৈষয়িক টুর্নামেন্ট আয়োজনে তাই ভীষণ রকমের আত্মবিশ্বাসী হয়ে ওঠে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাতে বড় এক ধাক্কা দিল বিশ্ব ক্রিকেটের অঘোষিত মোড়ল ভারত। ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্তা জানিয়ে দিয়েছেন, সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপের অংশ নিতে পাকিস্তানে যাবে না ভারত। নিরপেক্ষ কোন দেশে হলে অংশগ্রহণ করবে। তবে নিজেরা অংশ না নিলেও পাকিস্তানে এশিয়া কাপের বিরোধী নয় তারা। বিসিসিআইর ওই কর্তা সংবাদ মাধ্যমকে বলেন, ‘পিসিবি ২০২০ এশিয়া কাপের আয়োজক, এটা প্রশ্ন নয়। ভেন্যু নিয়েই আমাদের আপত্তি। ভারত কোনভাবেই পাকিস্তানে খেলতে যাবে না। সেটা এশিয়া কাপের মতো বৈষয়িক টুর্নামেন্ট হলেও না। আমাদের নিরপেক্ষ ভেন্যু চাই। আর এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) যদি ভারতকে বাদ দিয়ে এশিয়া কাপ আয়োজন করে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু যদি ভারতকে নিতে হয়, তবে পাকিস্তানে খেলা দেয়া চলবে না। ২০১৮ এশিয়া কাপের ক্ষেত্রেও তো নিরপক্ষে ভেন্যু বেছে নিয়েছিল বিসিসিআই, এবার সেটাই করতে পারে পিসিবি।’ উল্লেখ্য, ২০১৮ সালের এশিয়া কাপের পরিস্থিতিও কিছুটা জটিল হয়ে দাঁড়িয়েছিল পাকিস্তানের জন্য। সেবার টুর্নামেন্টটি ভারতে আয়োজন করা হয়নি কেবল পাকিস্তানী খেলোয়াড়দের ভিসা জটিলতার কথা মাথায় রেখে। তাই বাধ্য হয়ে বিসিসিআই টুর্নামেন্টটি আয়োজন করে সংযুক্ত আরব আমিরাতে। পিসিবিও এমন কৌশল নিতে পারে বলে মত বিসিসিআই কর্তার। ‘১৮ অক্টোবর থেকে ১৫ নবেম্বর’ ২০২০ অস্ট্রেলিয়ায় টি২০ বিশ্বকাপের সপ্তম আসর। পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী ঠিক তার আগের মাসে পাকিস্তানে এবারের এশিয়া কাপও হবে টি২০ ফরমেটে। এটা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সিদ্ধান্ত। অনেক নাটকীয়তার পর সম্প্রতি বাংলাদেশ যখন পাকিস্তান সফরে রাজি হয়, তখনই গুঞ্জন ছড়িয়ে পড়ে এশিয়া কাপের আয়োজন বাংলাদেশের হাতে ছেড়ে দেয়ার পরিবর্তে বাংলাদেশকে পেয়েছে পাকিস্তান। পিসিবির প্রধান নির্বাহী যদিও সেটি ¯্রফে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, এশিয়া কাপ পাকিস্তানের মাটিতেই অনুষ্ঠিত হবে। আর ভারত যদি না আসে তবে ২০২১ সালে ভারতের মাটিতে টি২০ বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান!
×