ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সেমিফাইনালে সিমোনা-মুগুরুজা মুখোমুখি

প্রকাশিত: ১১:৫৯, ৩০ জানুয়ারি ২০২০

সেমিফাইনালে সিমোনা-মুগুরুজা মুখোমুখি

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন সিমোনা হ্যালেপ এবং গারবিন মুগুরুজা। কোয়ার্টার ফাইনালের ম্যাচে রোমানিয়ান তারকা হ্যালেপ বুধবার রীতিমতো উড়িয়েই দেন এস্তোনিয়ার এ্যানেট কোন্টাভেইটকে। টুর্নামেন্টের চতুর্থ বাছাই এদিন ৬-১ এবং ৬-১ সেটে পরাজিত করেন ২৪ বছর বয়সী কোন্টাভেইটকে। অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালের আরেক ম্যাচে স্পেনের মুগুরুজা ৭-৫ এবং ৬-৩ সেটে পরাজয়ের লজ্জা উপহার দেন রাশিয়ার এ্যানাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভাকে। অস্ট্রেলিয়ান ওপেনের শুরু থেকেই দুর্বার সিমোনা হ্যালেপ। অসাধারণ খেলছেন এবার মেলবোর্নে। নতুন মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টে এখন পর্যন্ত একটা সেটও হার দেখেননি তিনি। রোমানিয়ান তারকার দাপট দেখা গেছে শেষ আটের ম্যাচেও। সরাসরি সেটে জয় নিয়েই সেমিফাইনালের টিকেট কেটেছেন তিনি। প্রতিপক্ষকে হারাতে ২৮ বছর বয়সী হ্যালেপের সময় লাগে মাত্র ৫৩ মিনিট। এস্তোনিয়ার কোন্টাভেইটও এবার শুরু থেকে অসাধারণ খেলেছেন মেলবোর্নে। প্রথম চার ম্যাচে টানা জয় নিয়েই শেষ আটে জায়গা করে নিয়েছিলেন তিনি। কিন্তু কোয়ার্টার ফাইনালেই তার জয়রথ থামিয়ে দিলেন সিমোনা হ্যালেপ। এ্যানেট কোন্টাভেইটকে হারিয়ে দারুণ রোমাঞ্চিত দুই গ্র্যান্ডস্লামের মালিক। কোর্টে তার এই সময়টা দারুণ কাটছে বলেও মন্তব্য করেছেন তিনি। এ প্রসঙ্গে সিমোনা হ্যালেপ বলেন, ‘কোর্টে সময়টা আমার দারুণ কাটছে। পায়েও মনে হচ্ছে ব্যাপক শক্তি আমার। তাছাড়া তার বিপক্ষে কীভাবে খেলতে হবে সেটাও আমার জানা ছিল। ম্যাচের প্রতিটি পয়েন্টের দিকে পুরো নজর রেখেই কোর্টে লড়ে গেছি আমি।’ শেষ চারের ম্যাচে আজ আবারও মাঠে নামবেন হ্যালেপ। ফাইনালে উঠার লড়াইয়ে তার প্রতিপক্ষ গারবিন মুগুরুজা। কোয়ার্টার ফাইনালে মুগুরুজা ঘাম ঝড়িয়েই জিতেছেন এ্যানাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভার বিপক্ষে। অস্ট্রেলিয়ান ওপেনের সেমির পথটা মোটেও সহজ ছিল না তার। রাশিয়ান তারকাকে বিদায় করার আগে গারবিন মুগুরুজা হারিয়েছেন এলিনা সিতলিনা এবং কিকি বার্টেন্সের মতো তারকাকেও। হ্যালেপের সঙ্গে দারুণ মিল মুগুরুজার। দুজনেই দুটি করে গ্র্যান্ডস্লাম জিতেছেন। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটাও দখল করার অভিজ্ঞতা রয়েছে তাদের। তবে এই মুহূর্তে সিমোনা হ্যালেপ বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের তিন নম্বরে থাকলেও মুগুরুজার অবস্থান ৩২ নম্বরে! শুধু তাই নয়, ২০১৮ সালের পর এবারই প্রথম কোন গ্র্যান্ডস্লামের সেমিফাইনালের টিকেট কেটেছেন গারবিন মুগুরুজা। এর আগে সর্বশেষ ফ্রেঞ্চ ওপেনের শেষ চারে জায়গা করে নিয়েছিলেন তিনি। কোয়ার্টার ফাইনালের বাধা অতিক্রম করে সেমিতে জায়গা করে নিতে পেরে দারুণ খুশি স্পেনের এই টেনিস তারকা। ৩০তম বাছাই এ্যানাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভাকে হারানোর পর তিনি বলেন, ‘যে কোন গ্র্যান্ডস্লামের সেমিফাইনাল খেলাটা সবসময়ই স্পেশাল। আগামীকাল (বৃহস্পতিবার) আবারও কোর্টে নামতে যাচ্ছি আমার কাছে এটা দারুণ এক অনুভূতি। সত্যিই আমি এখন উচ্ছ্বাসিত। এই টুর্নামেন্ট দীর্ঘ সময়ের। এখানে কঠিন কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হয়। এখন পর্যন্ত খেলা প্রতিটি ম্যাচেই আমি জয়ের দেখা পেয়েছি, আমার কাছে এটা অনেক আনন্দের। পরের ম্যাচগুলোতেও জয়ের বিকল্প কোন ভাবনা নেই আমার।’ সিমোনা হ্যালেপের চেয়ে বয়সে ছোট গারবিন মুগুরুজা। ব্যবধান দুই বছরের। তবে গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টে আগে চ্যাম্পিয়ন হয়েছেন স্প্যানিশ তারকাই। ২০১৬ সালে প্রথমবার ফ্রেঞ্চ ওপেনের চ্যাম্পিয়ন হয়েছিলেন গারবিন মুগুরুজা। পরের বছরে উইম্বলডনেও শিরোপা উঁচিয়ে ধরেন তিনি। মজার ব্যাপার হলো সিমোনা হ্যালেপও যেন ঠিক মুগুরুজার পথেই হেটেছেন। ২০১৮ সালে ফ্রেঞ্চ ওপেনের মাধ্যমে ক্যারিয়ারের প্রথম মেজর শিরোপার দেখা পান তিনি। এরপর গত বছর উইম্বলডনেও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন রোমানিয়ার সিমোনা হ্যালেপ। আজ অবশ্য একজনকে বিদায় নিতে হচ্ছে শেষ চার থেকেই। তবে কে হাসবেন ফাইনালে উঠার হাসি? টেনিসপ্রেমীদের অপেক্ষা এখন সেটাই দেখার।
×