ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নগর উন্নয়নে ২০ বছরের মহাপরিকল্পনা নেবেন মিলন

প্রকাশিত: ১১:৩৭, ৩০ জানুয়ারি ২০২০

নগর উন্নয়নে ২০ বছরের মহাপরিকল্পনা নেবেন মিলন

স্টাফ রিপোর্টার ॥ সময় শেষ। দরজায় কড়া নাড়ছে নির্বাচন। আজ রাতেই শেষ হচ্ছে আনুষ্ঠানিক প্রচার। তাই শেষ মুহূর্তে প্রতিশ্রুতির ঝোলা নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন সব দলের প্রার্থী। চলছে গণসংযোগ, পথসভা। গাড়িবহর থেকে হাত নাড়িয়ে মেয়র প্রার্থীরা ভোটারদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন। প্রতীক্ষার পালা একেবারেই শেষ পর্যায়ে। কারা হচ্ছেন নগর পিতা। এখন কার্যত ভোট উৎসব আর ফলের অপেক্ষা। বুধবার দিনভর অন্য দলের মেয়র প্রার্থীদের মতোই জাপা মনোনীত দক্ষিণের মেয়র প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলনও ব্যস্ত সময় পার করেছেন। একেবারেই শেষ সময়ে সব পাড়া মহল্লায় আরেকবার ঘূর্ণি দেয়ার চেষ্টা। বিভিন্ন পথসভা ও জনসংযোগকালে সাইফুদ্দিন আহমেদ মিলন বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত হলে সিটি উন্নয়নে ২০ বছরের মহাপরিকল্পনা গ্রহণ করব। জলাবদ্ধতা নিরসনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে। উন্নয়ন কাজের জন্য রাস্তা খোঁড়ার প্রয়োজন হলে সকল বিভাগের সব কর্ম পদ্ধতি গ্রহণ করা হবে বলেও উল্লেখ করেন তিনি। একটি সুন্দর পরিচ্ছন্ন ও আন্তর্জাতিক মানের ঢাকা মহানগরী গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে পোস্টার মিলন হিসেবে খ্যাত জাপার এই প্রার্থী বলেন, আমার সম্পদের প্রতি কোন লোভ নেই। বাসনা নেই বড়লোক হওয়ার। আমি মানুষের জন্য ছোটবেলা থেকেই কাজ করছি। সবাই যদি ভোট দেন- আর আমি নির্বাচিত হতে পারি, তাহলে আপনাদের বিশ^াসের প্রতিদান দেয়ার চেষ্টা করব।
×