ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

৩৩৪৮ যাত্রীর দেহে করোনা ভাইরাস মেলেনি

বিমানবন্দরে চীন থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা

প্রকাশিত: ১১:১৫, ৩০ জানুয়ারি ২০২০

বিমানবন্দরে চীন থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা

আজাদ সুলায়মান ॥ চীন থেকে এ পর্যন্ত সরাসরি বাংলাদেশে আসা ৩ হাজার ৩৪৮ যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে বিমানবন্দরে। এ পরীক্ষায় কারও মধ্যে করোনা ভাইরাসের লক্ষণ পাওয়া যায়নি। তবে বুধবার অস্ট্রেলিয়া থেকে আগত আনোয়ার সোহাগ নামের এক যাত্রীর শরীরে ১০১ ডিগ্রী জ্বর থাকায় তাকে ব্যাপকভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এতে করোনার কোন লক্ষণ না থাকায় তাকে ছেড়ে দেয়া হয়। তিনি ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দিল্লী হয়ে ঢাকায় আসেন। থার্মাল স্ক্যানার অতিক্রম করার সঙ্গে সঙ্গেই লাল সঙ্কেত দেখা দেয়ায় তাৎক্ষণিক তার শরীরের তাপমাত্রা মাপা হয়। এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, এটা সামান্য জ্বর, সর্দি-কাশি নেই। এতে করোনার লক্ষণ না থাকায তাকে ছেড়ে দেয়া হয়। তিনি আগামীকালই আবার অস্ট্রেলিয়ায় ফিরে যাবেন। এদিকে দেশ-বিদেশে মারাত্মক আতঙ্ক সৃষ্টিকারী প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবেলায় নেয়া পদক্ষেপ সম্পর্কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ উল আহসান জানিয়েছেন, এখন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিমানবন্দর কর্তৃপক্ষের নেয়া সমন্বিত পদক্ষেপ সন্তোষজনক। এ পর্যন্ত কারোর শরীরে করোনার লক্ষণ মিলেনি। করোনা ভাইরাস যাতে বাংলাদেশে ছড়িয়ে না পড়ে, সেজন্য ২০ জানুয়ারি থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ এ সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়। একই ব্যবস্থা নেয়া হয়েছে চট্টগ্রামের শাহ আমানত ও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরেও।
×