ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাত কোটি মিটার কারেন্ট জাল জব্দ, ৬১ জনের জেল

প্রকাশিত: ১১:১১, ৩০ জানুয়ারি ২০২০

সাত কোটি মিটার কারেন্ট জাল জব্দ, ৬১ জনের জেল

স্টাফ রিপোর্টার ॥ অবৈধ জালের ব্যবহার বন্ধে পরিচালিত ১৫ দিনের বিশেষ অভিযানে সাত কোটি মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এছাড়া ১০ লাখ টাকা জরিমানা এবং ৬১ জনকে বিভিন্ন মেয়াদে জেল দেয়া হয়েছে। বুধবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য অফিসার মোঃ কামরুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, জাটকাসহ অন্য সামুদ্রিক প্রজাতির মাছের ডিম, লার্ভী ও পোনা রক্ষায় মৎস্যসম্পদ ধ্বংসকারী বেহুন্দি জাল এবং অন্যান্য অবৈধ জাল নির্মূলে পরিচালিত সম্মিলিত বিশেষ অভিযানে ১৫ দিনে দুই হাজার ২৬৭টি বেহুন্দি জাল, সাত কোটি ১৬ লাখ মিটার কারেন্ট জাল, অন্যান্য দুই হাজার ৬৭টি অবৈধ জাল এবং নয় হাজার ৫০২টি মাছ ধরার নৌকা ও অন্য সরঞ্জাম আটক করা হয়েছে।
×