ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চাকরিতে আবেদন ফি কমানোর দাবি ঢাবি শিক্ষার্থীদের

প্রকাশিত: ১১:১০, ৩০ জানুয়ারি ২০২০

চাকরিতে আবেদন ফি কমানোর দাবি ঢাবি শিক্ষার্থীদের

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ সব ধরনের চাকরিতে নিয়োগ পরীক্ষার আবেদন ফি কমানোর দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘চাকরি প্রার্থী’ শিক্ষার্থীরা। বুুধবার বেলা ১১টায় সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ‘সাধারণ চাকরি প্রার্থীগণ’ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বিক্ষোভ মিছিল করে চাকরি প্রার্থী শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা চাকরির আবেদন ফি কমাতে চারটি দাবি তুলে ধরেন। সেগুলো হলো ৯ম গ্রেডের জন্য সর্বোচ্চ আবেদন ফি ২০০ টাকা করতে হবে, ১০ম গ্রেডের জন্য সর্বোচ্চ আবেদন ফি ১৫০ টাকা করতে হবে, ১১-১৪তম গ্রেডের জন্য সর্বোচ্চ আবেদন ফি ১০০ টাকা করতে হবে এবং ১৫-২০তম গ্রেডের জন্য সর্বোচ্চ আবেদন ফি ৫০ টাকা করতে হবে। মানববন্ধনে তারা বলেন, চাকরির ফি অতিরিক্ত বাড়ানোর ফলে বেকারদের জন্য বোঝায় পরিণত হয়েছে। দেশের বেকার সমস্যা দূর হচ্ছে না, কিন্তু আবেদন ফি-এর নামে মাত্রাতিরিক্ত ফি নেয়া হচ্ছে। অবিলম্বে সকল নিয়োগের ফি না কমালে ছাত্রসমাজ রাজপথে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
×