ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাহাড় কাটায় সি ডি এ কে ১০ কোটি টাকা জরিমানা

প্রকাশিত: ১১:০৯, ৩০ জানুয়ারি ২০২০

পাহাড় কাটায় সি ডি এ কে ১০ কোটি টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ পাহাড় কেটে জীববৈচিত্র্য ধ্বংস, পাহাড়ের উপরিভাগের মাটি এবং ভূমির বাইন্ডিং ক্যাপাসিটি নষ্টসহ পরিবেশ-প্রতিবেশে অপূরণীয় ক্ষতি সাধন করায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে ১০ কোটি ৩৮ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফত। অধিদফতরের মনিটরিং এ্যান্ড এনফোর্সমেন্ট শাখার পরিচালক রুবিনা ফেরদৌসি বুধবার সিডিএ কর্তৃপক্ষকে এই জরিমানা করেন। অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণের কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা ট্রাঙ্ক রোড হতে বায়েজিদ বোস্তামি রোড পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পের মাধ্যমে পাহাড়ের জীববৈচিত্র্য ধ্বংসসহ পরিবেশের অপূরণীয় ক্ষতি সাধন করায় এই জরিমানা করা হয়। এর আগে বুধবার অধিদফতরের এনফোর্সমেন্ট কার্যালয়ে শুনানি অনুষ্ঠিত হয়। পরিবেশ অধিদফতরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে সিডিএ কর্তৃক নির্মিত বহির্সীমানা দিয়ে লুপ রোড নির্মাণসহ ঢাকা ট্রাঙ্ক রোড হতে বায়েজিদ বোস্তামি পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পের নির্মাণাধীন সড়কের দৈর্ঘ্য ৫ হাজার ৯৬০ কিলোমিটার। যার মধ্যে পাহাড় রয়েছে ১৮টি। এতে সব মিলিয়ে ২.৬৬ কিলোমিটার জায়গায় পাহাড় কাটার প্রয়োজন ছিল। বায়োজিদ বোস্তামি রোড হতে ঢাকা ট্রাঙ্ক রোড পর্যন্ত লিংক রোডের ১৯৯৯ সালে একটি প্রকল্প নেয়া হয়। বিভিন্ন কারণে সেই সময়ে এই প্রকল্প সমাপ্ত না হওয়ায় পরবর্তীতে এটি সমাপ্ত করতে একনেকে নতুন মেয়াদের জন্য প্রকল্প পাস করা হয়।
×