ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্কয়ারের কাঁচামাল ডাকাতি ॥ হোতাসহ গ্রেফতার ৩

প্রকাশিত: ১১:০৮, ৩০ জানুয়ারি ২০২০

স্কয়ারের কাঁচামাল ডাকাতি ॥ হোতাসহ গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার ॥ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে স্কয়ার ফার্মাসিউটিক্যালস কোম্পানির দুই কোটি টাকার কাঁচামাল ডাকাতির ঘটনায় দুর্ধর্ষ ডাকাত দলের মূল হোতাসহ তিন জনকে গ্রেফতার করেছে র‌্যাব। ডাকাতি করা মালামাল উদ্ধার হয়েছে। র‌্যাব সদর দফতরের লিগ্যাল এ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল সারওয়ার-বিন-কাশেম জানান, ১৪ জানুয়ারি বিদেশ থেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ওষুধ তৈরির জন্য দুই কোটি টাকার কাঁচামাল আসে। কাঁচামালগুলো শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিজস্ব কাভার্ডভ্যানযোগে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের গাজীপুরের কালিয়াকৈরের কারখানায় যাচ্ছিল। ওইদিন রাত সোয়া নয়টার দিকে কালিয়াকৈর থানাধীন খাড়াজোড়া এলাকা থেকে মাইক্রোযোগে ডাকাতরা নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে কাঁচামালগুলো লুটে নেয়। এ বিষয়ে কালিয়াকৈর থানায় পরদিন একটি মামলা হয়। স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষ থেকে র‌্যাব সদর দফতর বরাবর অভিযোগ দেয়া হয়। র‌্যাব-৪ অভিযানটি পরিচালনা করে। র‌্যাব-৪ এর অধিনায়ক পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এ্যাডিশনাল ডিআইজি) মোঃ মোজাম্মেল হক জানান, ২৮ জানুয়ারি সন্ধ্যা ছয়টার দিকে ঢাকার কলাবাগানের পশ্চিম রাজাবাজার এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের মূলহোতা ও পরিকল্পনাকারী অপু রোজারিওকে (৬০) গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর সে স্কয়ার কোম্পানির কাঁচামাল ডাকাতি করার বিষয়টি স্বীকার করে। এছাড়াও তারা ২০১৮ সালের ৯ আগস্ট জেনারেল ফার্মাসিউটিক্যালসহ বিভিন্ন কোম্পানির ওষুধ তৈরির কাঁচামাল একই পন্থায় দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছিল বলে স্বীকার করে। ২৯ জানুয়ারি ভোর চারটার দিকে অপু রোজারিওর দেয়া তথ্য মোতাবেক রাজশাহীর রাজপাড়া থেকে ডাকাতদলের সদস্য মোঃ রুহুল আমিন (৩৫) ও জামাল হোসেনকে (৩২) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের তথ্য মোতাবেক জামালের আত্মীয় মোঃ মোস্তাফিজুর রহমানের রাজশাহীর রাজপাড়ার বাড়ি থেকে ডাকাতি করা ৬০ ড্রাম কাঁচামাল উদ্ধার করা হয়।
×