ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আর ৪৬ দিন

প্রকাশিত: ১১:০৮, ৩০ জানুয়ারি ২০২০

আর ৪৬ দিন

স্টাফ রিপোর্টার ॥ সময় ঘনিয়ে আসছে। আর মাত্র ৪৬ দিন পর সেই মাহেন্দ্রক্ষণ। আগামী ১৭ মার্চ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদ্যাপন শুরু করবে কৃতজ্ঞ জাতি। ইতোমধ্যে চলতি বছরের ১৭ মার্চ থেকে পরের বছর ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত সময়কে মুজিববর্ষ হিসেবে ঘোষণা করেছে সরকার। উৎসবে যোগ দিতে আসছেন বিশ্বনেতারাও। কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্র প্রধান উৎসবে যোগ দেবেন। আগামী ১৬ মার্চ বাংলাদেশ সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরদিন ১৭ মার্চ ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতজন্মবার্ষিকীর বর্ষব্যাপী উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করবেন তিনি। বুধবার ভারতীয় সংবাদমাধ্যম মোদির বাংলাদেশ সফরের এ তারিখটি মোটামুটি নিশ্চিত করেছে। এদিকে, মুজিববর্ষে দেশের ৭০০ থানায় চারটি করে হেল্পডেস্ক স্থাপনের উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানা গেছে। আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এ তথ্য দিয়ে বলেছেন, জাতির জনকের জন্মশতবর্ষে আরও কিছু ভাল উদ্যোগ নেবে পুলিশ প্রশাসন। জনগণের বন্ধু হতে হবে পুলিশকে। মুজিববর্ষে এই ব্রত নিয়ে কাজ করার আহ্বানও জানিয়েছেন তিনি।
×