ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লামায় বন্য হাতির আক্রমণে নারীর মৃত্যু

প্রকাশিত: ০৯:৩৯, ৩০ জানুয়ারি ২০২০

লামায় বন্য হাতির আক্রমণে নারীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ২৯ জানুয়ারি ॥ লামা উপজেলার সরই ইউনিয়নে বন্য হাতির আক্রমণে এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম জাহেরা বেগম (৫৪)। তিনি সরই ইউনিয়নের কালাইয়াপাড়ার ফজলুল হকের স্ত্রী। স্থানীয়রা জানায়, বুধবার ভোরে হাতির একটি দল সরই ইউনিয়নের কালাইয়াপাড়ায় হামলা চালায়। এ সময় হাতির দল জাহেরা বেগমের ঘরে হামলা চালিয়ে তছনছ করে এবং এক পর্যায়ে হাতির পায়ে পৃষ্ট হয়ে জাহেরার মৃত্যু হয়। এদিকে হাতির তাণ্ডব দেখে পাড়ার অন্য বাসিন্দারা পালিয়ে গিয়ে রক্ষা পায়। পরে হাতির দলটি এখনও সরই ইউনিয়নের পাহাড়ী এলাকায় অবস্থান করছে বলে জানায় স্থানীয়রা। এ ব্যাপারে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমানুল হক জানান, খবর পেয়ে লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তারা ফিরলে বিস্তারিত জানতে পারব। বন উজার, হাতির বিচরণ ক্ষেত্রে মানুষের বসত নির্মাণ ও ব্যাপক খাদ্য সঙ্কটের কারণে বান্দরবানের লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নে লোকালয়ে এসে হানা দেয় হাতির দল। আর এতে নিহত ও আহত হওয়ার ঘটনা ঘটে। শিশু ধর্ষণে বৃদ্ধ আটক স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ কচাকাটায় ৭ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষককে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে নাগেশ^রী উপজেলার বল্লভের খাস ইউনিয়নের বেরুবাড়ি গ্রামে। জানা গেছে, মঙ্গলবার বিকেলে শিশুটি পাশের বাড়ির আঙ্গিনায় খেলা করছিল। এ সময় ওই বাড়ির মালিক ৬০ বছরের হবিবর রহমান মেয়েটিকে টাকা দেয়ার কথা বলে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে গিয়ে মা এবং দাদিকে জানায়। এ সময় মেয়েটি রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে সদর হাসপাতালে ভর্তি করানো। এদিকে শিশুটির দাদা নুর হোসেন শেখ কচাকাটা থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত ধর্ষক হবিবর রহমান হবিকে গ্রেফতার করে কচাকাটা থানা পুলিশ। কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশিদ জানান, আজ বুধবার হাবিবুরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
×