ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুই দিনে হাসপাতাল

প্রকাশিত: ০৯:২৮, ৩০ জানুয়ারি ২০২০

দুই দিনে হাসপাতাল

চীনে করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা দিতে মাত্র দুই দিনে তৈরি করা হয়েছে হাসপাতাল। হুয়াংগুয়াং শহরে এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতালটি মঙ্গলবার উদ্বোধন করা হয়। এটি করোনা ভাইরাসের উৎপত্তিস্থল উহান শহর থেকে ৪৬ মাইল দূরে অবস্থিত। ৫শ’ শ্রমিক দুই দিনে এই হাসপাতালটির নির্মাণ কাজ শেষ করেন। -নিউজ এশিয়া দাম শুনে হতবাক মার্কিন বাহিনীর সাবেক এক স্টাফ ১৯৭৪ সালে ৩৪৫ ডলারে একটি রোলেক্স ঘড়ি কেনেন। ঘড়িটি তিনি কালেভদ্রে পরতেন। চলতি সপ্তাহে একটি নিলাম হাউসে ঘড়িটির দাম যাচাই করতে যান। নিলামে প্রাথমিকভাবে যে দাম ওঠে তাতেই তিনি ভড়কে গিয়ে পা পিছলে পড়ে যান। ঘড়িটির দাম এখন ৪ হাজার ডলার। তবে এটি যেহেতু ভাল অবস্থায় আছে তাই এর দর ৫ থেকে ৭ হাজার ডলার হতে পারে। রোলেক্স অস্ট্রার কসমোগ্রাফ মডেলের ঘড়ি হলিউড অভিনেতা পল নিউম্যান পরতেন। -সিএনএন
×