ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনা ভাইরাস প্রতিরোধে তৈরি হলো আরেক ভাইরাস

প্রকাশিত: ০৯:২৭, ৩০ জানুয়ারি ২০২০

করোনা ভাইরাস প্রতিরোধে তৈরি হলো আরেক ভাইরাস

চীনের করোনা ভাইরাস প্রতিরোধে ঠিক তার মতোই নতুন এক ভাইরাস তৈরি করেছেন অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা। তাদের দাবি, এই নতুন ভাইরাস করোনার চিকিৎসায় উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। ধারণা করা হচ্ছে, নতুন তৈরি করা এই ভাইরাস খুব দ্রুতই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে করোনা ভাইরাস শনাক্ত এবং চিকিৎসায় ব্যবহার করা হবে। ওয়েবসাইট। অস্ট্রেলিয়ার মেলবোর্নের একটি ল্যাবের গবেষকরা বলেছেন, তারা সংক্রামিত রোগীর কাছ থেকে করোনা ভাইরাসের অনুলিপি (কপি) বানাতে সক্ষম হয়েছেন। গত শুক্রবার তাদের কাছে করোনা ভাইরাসের নমুনা পাঠানো হয়েছিল।
×