ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভাইরাস প্রতিরোধে এলিজাবেথ ওয়ারেনের পরামর্শ

প্রকাশিত: ০৯:২৬, ৩০ জানুয়ারি ২০২০

ভাইরাস প্রতিরোধে এলিজাবেথ ওয়ারেনের পরামর্শ

যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী এলিজাবেথ ওয়ারেন সংক্রমণ রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও এর চিকিৎসার জন্য এক পরিকল্পনা ঘোষণা করেছেন। চীনে নতুন সংক্রমণ রোগ ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে তিনি এ পরিকল্পনা প্রকাশ করেন। এপি। ম্যাসাচুসেটসের সিনেটর মঙ্গলবার পরিকল্পনাটি প্রকাশ করেন। পরিকল্পনায় সেন্টার ফর ডিজিস কন্ট্রোল ও প্রিভেনশনের রোগব্যাপ্তি প্রতিরোধ ও সাড়া কর্মসূচীর জন্য সম্পূর্ণভাবে অর্থায়নের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। সংস্থা জরুরী তহবিল ও বৈশ্যিক স্বাস্থ্য কর্মসূচীসহ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রামের অধীন অনমনীয় বাজেট ছাঁটের সম্মুখীন হয়েছে। এ কর্মসূচী নেয়া হয়েছিল ২০১৪ সালে পশ্চিম আফ্রিকায় এবোলা সংক্রমণ দেখা দেয়ার পর। ওয়ারেন এক অনলাইন পোস্টে পরিকল্পনাটিতে লিখেছেন, এ রোগের প্রাদুর্ভাব থেকে আমাদের নিরাপদ রাখতে ট্রাম্পের উদ্যোগ বিভ্রান্তিকর। তবে বিদায়ের পর আমরা বিষয়টি স্থির করতে সমর্থ হব। চীনে করোনা ভাইরাসে ১শ’ জনের বেশি মারা যাওয়ার পর এবং সঙ্কটের মূলস্থল উহান শহরে নাগরিকদের চলাচলে কড়াকড়ি আরোপের পর ওয়ারেনের প্রস্তাবটি এসেছে। ওয়াশিংটন রাজ্য, ইলিনয়েস, সাউদার্ন ক্যালিফোর্নিয়া ও আরিজোনায় এ সংক্রমণ দেখা দিয়েছে বলে যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে। ওয়ারেন হঠাৎ করেই বা তিনি প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী বলে প্রস্তাবটি করেননি। প্রচারের এক বছরের বেশি সময় ধরে তিনি প্রায় প্রতিটি বিষয়ের ওপর পরিকল্পনা প্রকাশে সুনাম অর্জন করেছেন। তিনি জনমত জরিপের দিক থেকে সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স ও ইন্ডিয়ানার সাউথ বেন্ডের সাবেক মেয়র পেটে বুটিগিগের কাছাকাছি রয়েছেন। ওয়ারেন সংস্থার কয়েক শ’ কোটি ডলার হ্রাসের জন্য ট্রাম্প প্রশাসনকে দায়ী করেন যদিও পুরো হ্রাসের বিষয়টি কংগ্রেস অনুমোদন করেনি।
×