ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অহেতুক মিশ্রণ;###;কৈলাশ প্রসাদ গুপ্ত

সমাজ ভাবনা ॥ বিষয় ॥ ভাষার মাসে ভাষা-ভাবনা

প্রকাশিত: ০৯:১৯, ৩০ জানুয়ারি ২০২০

সমাজ ভাবনা ॥ বিষয় ॥ ভাষার মাসে ভাষা-ভাবনা

পেপারের কাগজ (খবরের কাগজ), প্রথম ফাস্টে (প্রথম অর্থে), চোখের আই সাইট খারাপ হয়ে গেছে, বাক্যের মাঝে মাঝে বাট (ইটঞ) শব্দটির ব্যবহার, মোবাইল নম্বর বলার সময় ০১৭২৩-৮২৮৩২৫ ইংরেজিতে বলা, কথায় কথায় অপ্রয়োজনে বাট, আননেসেসারি, গুড, ইট ইজ ইমপসিবল, হোয়াট ক্যান আই ডু, ভেরি ব্যাড প্রভৃতি বলার পরেই আবার মাতৃভাষা বাংলায় আঞ্চলিক, চলিত বা সাধু ভাষায় বা মিশ্র ভাষায় কথা বলার অভ্যাস আমাদের হয়ে গেছে। মৌখিক হওয়ায়, নিজ নিজ অঞ্চলে বিভিন্নভাবে ব্যবহৃত হওয়ায় ওই অঞ্চলের মানুষ বুঝতে পারে বলে সমস্যা হচ্ছে না। কিন্তু যখন পাঠ্যপুস্তকে, সংবাদপত্রে, দূরদর্শনে ভুল বাক্য, ভুল শব্দ ব্যবহার হচ্ছে তখন এটি সমস্যা সৃষ্টি করছে। এর বিরূপ প্রভাব পড়ছে কোমলমতি ছাত্রছাত্রীসহ সাধারণ জনগণের ওপর। ভাষা ঝর্ণা নিয়ে আপন মনে ছুটে চলে। কিন্তু সর্বসাধারণের ব্যবহারের জন্য, বোঝার জন্য প্রমিত ভাষা চালু করা হয়েছে। এই প্রমিত ভাষা ব্যবহারে আঞ্চলিক ও জাতীয় দৈনিক, সাপ্তাহিকগুলো বাংলা একাডেমির বানানরীতি অনুসরণ করছে না। সংবাদপত্র পাঠে মনে হয় সংবাদপত্রগুলোতে কোন প্রুফ রিডার নেই। সংবাদপত্রের শিরোনামগুলো অনেক সময় বোধগম্য হয় না। অনেকেই সুকৌশলে লেখার চেষ্টা করে, তর্ক করে আমরা কেন ২১ ফেব্রুয়ারি পালন করি। ১৯৫২ সালে ২১ ফেব্রুয়ারি তো ৮ ফাল্গুন ছিল। আমরা কেন ৮ ফাল্গুন পালন করি না? যারা এ ধরনের প্রশ্ন করে তাদের আবার বিদ্যাবুদ্ধির দৌড় এতবেশি যে, তাদের বলে বোঝানো যায় না যে, আমাদের লড়াই সংগ্রাম কোন ভাষার বিরুদ্ধে নয়। আমাদের মাতৃভাষা বাংলা। সেই ভাষায় কথা বলতে, লিখতে, পড়তে, যোগাযোগ, চিন্তা সবকিছুই করতে চাই। প্রয়োজনে সকল বিদেশী ভাষায় শিখতে চাই। বাংলা ভাষায় মিশ্র শব্দ রয়েছে। যেমন- হেড পণ্ডিত, পকেটমার, খ্রিস্টাব্দ প্রভৃতি। এগুলোও আমাদের বাংলা ভাষার শব্দ। ইংরেজী+সংস্কৃত, ইংরেজী+বাংলা, ইংরেজী+সংস্কৃত, মিলিয়ে এ শব্দগুলোর উৎপত্তি। এগুলো বাংলা ভাষার নিজস্ব শব্দ ভা-ার। তেমনি ২১ ফেব্রুয়ারিও বাংলা ভাষার শব্দ। একে বাদ দেয়া যাবে না। এটিও বাংলা ভাষার নিজস্ব শব্দ ভাণ্ডার। ফুলবাড়ী, দিনাজপুর থেকে
×