ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ধর্ষণ মামলায় খাগড়াছড়িতে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশিত: ০৬:১৫, ২৯ জানুয়ারি ২০২০

ধর্ষণ মামলায় খাগড়াছড়িতে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ঘটনায় বেলাল হোসেন (৩১) নামের এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।িআজ বুধবার ৪.০০ টার দিকে খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক এবং জেলা ও দায়রা জজ রেজা মোঃ আলমগীর হাসান এই রায় ঘোষণা করেন। এসময় আসামি এবং ভিকটিম আদালতে উপস্থিত ছিলেন। জানা যায়, ২০১৩ সালে বেলাল হোসেনের সাথে মুঠোফোনে পরিচয় হয় ভিকটিম (২৬)’র। তারপর বেলাল বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ভিকটিমের তার সাথে শারীরিক সম্পর্ক তৈরি করেন। কিন্তু একটি পর্যায় ভিকটিমকে বেলাল বিয়ে করতে অস্বীকার জানায়। পরবর্তীতে ২০১৪ সালের ২৬ জুন ভিকটিম নিজে বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। এরপর একই বছরের ১০অক্টোবর পুলিশ বেলাল হোসেনকে আসামি করে আদালতে চার্জশীট প্রদান করে। মামলা চলাকালীন মোট ৭জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে ৬ বছরের মাথায় এই রায় ঘোষণা করেন। এদিকে মামলায় সন্তুষ্টি প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট বিধান কানুনগো।
×