ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ভোটারদের জন্যই ইভিএমে এত পরিশ্রম ॥ সিইসি

প্রকাশিত: ১২:৪০, ২৯ জানুয়ারি ২০২০

ভোটারদের জন্যই ইভিএমে এত পরিশ্রম ॥ সিইসি

স্টাফ রিপোর্টার ॥ প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, আমরা এত পরিশ্রম করি, এত মেধা খাটাই কিসের জন্য? ভোটারের ভোট দিতে পারা নিশ্চিত করার জন্য। ইভিএমের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব। ইভিএমের মাধ্যমেই ভোটার নিজের ভোট দিতে পারবে। এ জন্যই ইভিএমে ভোট, দেয়ার যৌক্তিকতা বেশি। আগামী ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি কর্পোরেশনে নির্বাচনের আগে মঙ্গলবার বিভিন্ন ভোট কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রদর্শন করা হয়, যাতে ভোটাররা যন্ত্রে ভোট দেয়ার পদ্ধতি সম্পর্কে জানতে পারেন। বেইলি রোডে সিদ্ধেশ্বরী গার্লস কলেজে ‘ইভিএমে ভোটদান প্রদর্শনী’ ঘুরে দেখে সন্তুষ্টি জানান সিইসি। শুরু থেকে ইভিএমের বিরোধিতা করে আসা বিএনপি ইভিএমে কারচুপির আশঙ্কাও প্রকাশ করে আসছে। কারচুপির বিষয়টি নাকচ করে সিইসি বলেন, ‘আগে জাল ভোটের শঙ্কা ছিল। তখন ব্যালট ছিনতাইয়েরও সুযোগ ছিল, কিন্তু ইভিএমে সেটা থাকছে না।’ ইভিএম প্রদর্শনীতে ভোটারদের সাড়া দেখে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘জনগণ যারা জানতে চায় বুঝতে চায়, তাদের জন্য এ প্রদর্শনী। ভোটাররা যাতে বুঝতে পারে। প্রদর্শনী ভালই তো হচ্ছে।’
×