ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

উইলিয়ামসের সেঞ্চুরিতে জিম্বাবুইয়ের রেকর্ড রান

প্রকাশিত: ১২:০৪, ২৯ জানুয়ারি ২০২০

উইলিয়ামসের সেঞ্চুরিতে জিম্বাবুইয়ের রেকর্ড রান

স্পোর্টস রিপোর্টার ॥ অধিনায়ক শন উইলিয়ামসের দারুণ এক সেঞ্চুরির সৌজন্যে হারারেতে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে ৪০৬ রানের ‘চ্যালেঞ্জিং’ স্কোর গড়েছে জিম্বাবুইয়ে। যেখানে সোমবার প্রথমদিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ছিল ৬ উইকেটে ৩৫২। নিজেদের টেস্ট ইতিহাসে একদিনে যা তাদের দলীয় সর্বোচ্চ রানের নতুন রেকর্ড। আগে যেটি ছিল ৮ উইকেটে ৩৪৪, ২০১৭ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে। ১৩৭ বলে ১০ চার ও ৩ ছক্কায় ১০৭ রানের ইনিংস উপহার দিয়েছেন উইলিয়ামস। ১২তম টেস্টে এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। অধিনায়ক হিসেবে প্রথম। সঙ্গে সিকান্দার রাজার ৭২, অভিজ্ঞ ব্রেন্ডন টেইলরের ৬২ ও টেলএন্ডার টিনোটেম্ব মাতুম্বজির ৩৩ রানে ভর করে চ্যালেঞ্জিং স্কোর গড়ে জিম্বাবুইয়ে। লঙ্কানদের হয়ে বাঁহাতি স্পিনার লাসিথ এম্বুলদেনিয়া ৪, দনঞ্জয়া ডি সিলভা ৩ ও পেসার সুরাঙ্গা লাকমল নিয়েছেন ২ উইকেট। জবাবে মঙ্গলবার দ্বিতীয়দিন শেষ বেলায় এ রিপোর্ট লেখার সময় প্রথম ইনিংসে ২ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ১২১। সমান ৪৪ রান করে আউট হয়েছেন অধিনায়ক দিমুথ করুনারতেœ ও আরেক ওপেনার ওশাদা ফার্নান্দো। উল্লেখ্য, একই ভেন্যুতে অনুষ্ঠিত প্রথম টেস্টে বড় জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে আছে সফরকারী শ্রীলঙ্কা।
×