ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আজই সিরিজ নিশ্চিত করতে চায় ভারত

প্রকাশিত: ১২:০৩, ২৯ জানুয়ারি ২০২০

আজই সিরিজ নিশ্চিত করতে চায় ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ নিউজিল্যান্ড সফরে প্রথম দুই টি২০তে দাপুটে জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০তে এগিয়ে ভারত। হ্যামিল্টনে আজ তৃতীয় ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে চায় সুপার বিরাট কোহলির দল। টপঅর্ডার ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার তেমনটাই জানিয়েছেন। অকল্যান্ডে প্রথম ম্যাচে ২০৩ রান চেজ করে ৬ উইকেটের বড় জয় পেয়েছিল তার দল। বিদেশের মাটিতে যেটি ছিল ভারতের সর্বোচ্চ রান টপকে জয়ের নতুন রেকর্ড। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষকে ১৩২ রানে বেঁধে রেখে জয় ৭ উইকেটে। স্বভাবতই আত্মবিশ্বাসী সফরকারীরা। আর ২৫ রান করলে ভারতীয় ‘অধিনায়ক’ হিসেবে টি০তে সর্বোচ্চ রানের রেকর্ড গড়বেন কোহলি। অপরদিকে সিরিজে টিকে থাকতে জয় ছাড়া বিকল্প পথ নেই কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন নিউজিল্যান্ডের। তৃতীয় ম্যাচেই ঘুরে দাঁড়াতে মরিয়া স্বাগতিক কিউইরা। তারকা ওপেনার কলিন মুনরো বলেছেন, জয় ছাড়া আর কিছুই ভাবছে না তার দল। হ্যামিল্টনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর একটায়। দারুণ ছন্দে থাকা সফরকারী টপঅর্ডার ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার বলেন, ‘সিরিজ জয়ের দ্বারপ্রান্তে আমরা। প্রথম দু’ম্যাচ জিতে পুরো দল চাঙ্গা রয়েছে। তৃতীয় ম্যাচেও জয়ের ব্যাপারে আমরা আশাবাদী। দলের সকলের যা ফর্ম তাতে জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই আমরা। আমাদের লক্ষ্য ছিল সিরিজ জয়। তৃতীয় ম্যাচেই সেই সুযোগ হাতের নাগালে। তাই সিরিজ জয়ের কাজটা দ্রুতই সারতে চায় দল।’ প্রথম দু’ম্যাচে ব্যাট হাতে ভারতের পক্ষে উজ্জ্বল ছিলেন ওপেনার লোকেশ রাহুল। দু’ম্যাচেই হাফ সেঞ্চুরি করেছেন তিনি। এছাড়া মিডলঅর্ডারে শ্রেয়াস আইয়ারের ব্যাটও ভারতের জয়ে প্রধান ভূমিকা রাখে। পাশাপাশি বোলারদের পারফর্মেন্স ভারতকে সিরিজ জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়। তাই তৃতীয় ম্যাচেই সিরিজ জয়ের কাজটা সারতে চায় ভারত। টি২০তে ‘অধিনায়ক’ হিসেবে কোহলির রান ১,০৮৮। মহেন্দ্র সিংহ ধোনিকে (১,১২২ রান) টপকে যেতে চাই আর মাত্র ২৫ রান। ‘অধিনায়ক’ হিসেবে অবশ্য শীর্ষে ফ্যাফ ডুপ্লেসিস (১,২৭৩ রান), কেন উইলিয়ামসনের (১,১৪৮ রান) পরেই রয়েছেন কোহলি। অকল্যান্ডে প্রথম ম্যাচে কোহলি করেন ৪৫ রান। দ্বিতীয় ম্যাচে ১১।
×