ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কেরানীগঞ্জে ১৬ দিন পর কবর থেকে মরদেহ উত্তোলন

প্রকাশিত: ১১:৫৫, ২৯ জানুয়ারি ২০২০

কেরানীগঞ্জে ১৬ দিন পর কবর থেকে মরদেহ উত্তোলন

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২৮ জানুয়ারি ॥ কেরানীগঞ্জে দাফনের ১৬ দিন পর এক নারীর মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। মঙ্গলবার সকালে কেরানীগঞ্জের এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল ময়নাতদন্তের জন্য মরদেহ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠান। জানা যায়, পূর্ব মোগারচরের ইউসূফ আলীর স্ত্রী সালেহা বেগম (৪৫) গত ১২ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ওইদিনই তাকে পূর্ব মোগাররচর কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় ১৪ জানুয়ারি নিহতের ছেলে সালাউদ্দিন বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় মারধরে মৃত্যুর অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলায় বাদী অভিযোগ করেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ১১ ডিসেম্বর প্রতিবেশী জিয়ারউদ্দিন, সিরাজুল, হাসান আলী, এরশাদ ও সাইফুলসহ অজ্ঞাতনামা ৪/৬ জন রাস্তায় সালেহা বেগমকে মারধর করেন। এতে সালেহা বেগম গুরুতর আহত হন। তাকে সরকারী-বেসরকারী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১২ জানুয়ারি সালেহা বেগমের মৃত্যু হয়।
×