ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিআরটিএ মোবাইল কোর্টের ৩৯ মামলা

প্রকাশিত: ১১:৫৫, ২৯ জানুয়ারি ২০২০

বিআরটিএ মোবাইল কোর্টের ৩৯ মামলা

স্টাফ রিপোর্টার ॥ পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফেরাতে সড়ক পরিবহন আইন-২০১৮ এর বাস্তবায়ন শুরু করেছে পরিবহন নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। মঙ্গলবার নতুন সড়ক পরিবহন আইন ও অন্য আইনে ৩৯টি মামলায় ৮১ হাজার টাকা জরিমানা আদায় ও দুটি মোটরসাইকেলের কাগজপত্র জব্দ করা হয়েছে। ফার্মগেট, বনানী, মিরপুর, উত্তরা, রমনা, কাফরুল ও ধানমণ্ডি এলাকায় ছয়টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিআরটিএ কর্তৃপক্ষ। বিআরটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলামের নেতৃত্বে একটি মোবাইল কোর্ট ফার্মগেট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিভিন্ন অভিযোগে আটটি মামলায় সাড়ে ১৪ হাজার টাকা জরিমানা আদায় হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল ইসলাম উত্তরা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচ মামলায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
×