ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এদেশ সব ধর্মাবলম্বীর জন্য নিরাপদ ॥ ধর্ম প্রতিমন্ত্রী

প্রকাশিত: ১১:৫৪, ২৯ জানুয়ারি ২০২০

এদেশ সব ধর্মাবলম্বীর জন্য নিরাপদ ॥ ধর্ম প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ ধর্ম প্রতিমন্ত্রী ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান আলহাজ এ্যাডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ বলেছেন, এদেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ খ্রীস্টানসহ সকল ধর্মাবলম্বীর জন্য নিরাপদ দেশ। জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান তার জীবন দিয়ে এমন একটি ধর্র্মনিরপেক্ষ দেশ উপহার দিয়ে গেছেন। বঙ্গবন্ধুর অন্যতম রাজনৈতিক আদর্শ ছিল ধর্মনিরপেক্ষতা-যা পরবর্তীতে বাংলাদেশের সংবিধানের মূলনীতি হিসেবে সন্নিবেশিত হয়েছে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করতে পেরেছি। তিনি মঙ্গলবার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নব গঠিত ট্রাস্টি বোর্ডের সদস্যদের নিয়ে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে প্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের উদ্দেশে একথা বলেন। উল্লেখ্য, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে গত সপ্তাহে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান পদাধিকারবলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ এ্যাডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ। ট্রাস্টি বোর্ডের ২ জন সিনিয়র ভাইস চেয়ারম্যান হলেন- শ্রী নারায়ণ চন্দ্র চন্দ, সংসদ সদস্য (খুলনা-৫) ও শ্রী মনোরঞ্জন শীল গোপাল সংসদ সদস্য (দিনাজপুর-১)। পদাধিকারবলে সদস্য হলেন-ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ নূরুল ইসলাম।
×