ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শাহজালালে পার্কিং বে-এরিয়ায় দেড় শ’ এয়ারলাইন্স কর্মীর পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশিত: ১১:১৫, ২৯ জানুয়ারি ২০২০

শাহজালালে পার্কিং বে-এরিয়ায় দেড় শ’ এয়ারলাইন্স কর্মীর পরিচ্ছন্নতা অভিযান

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টারমার্ক ও পার্কিং বে-এরিয়ায় পরিচছন্নতা অভিযানে অংশ নিলেন শতাধিক এয়ারলাইন্সকর্মী। নিরাপদ উড়োজাহাজ চলাচল নিশ্চিত করতে ও অনাকাক্সিক্ষত বস্তুর আঘাতে দুর্ঘটনার থেকে রক্ষা পেতে এ অভিযানে দেড় শতাধিক কর্মী অংশ নেন। মঙ্গলবার সকালে পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ উল আহসান ও পরিচালক এভসেক উইং কমান্ডার ওবায়দুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে বিমান, নভো, ইউএস বাংলা ও রিজেন্টের কর্মীরা যৌথভাবে পরিষ্কার কাজ সম্পন্ন করেন। মূলত রানওয়ের আশপাশের এরিয়ায় বিভিন্ন এপ্রোন ও এপ্রোস এরিয়ায় যাতে কোন ধরনের অনাকাক্সিক্ষত বস্তু পড়ে না থাকে সেটাই এ অভিযানে নিশ্চিত করা হয়। এ ধরনের পরিষ্কার অভিযান আইকাও -এর কমপ্লায়েন্স অনুযায়ী বাধ্যতামূলক। প্রতিমাসে ন্যূনতম একবার করার বাধ্যবাধকতা থাকলেও বতর্মানে সেটা আরও গুরুত্ব দিয়ে বিমানবন্দরের বিভিন্ন এয়ারলাইন্সকর্মীদের অংশগ্রহণের সুযোগ করে দেয়া হয়েছে।
×