ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে তিন শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ১১:১৩, ২৯ জানুয়ারি ২০২০

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে তিন শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ২৮ জানুয়ারি ॥ গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে তিন স্কুল শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে কাশিয়ানী উপজেলার বিশ্বনাথপুর রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো কাশিয়ানীর জয়নগর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী নাওরাদোলা গ্রামের মোঃ ফরিদ শরীফের ছেলে মোঃ ইয়াসিন শরীফ (১৬) এবং দশম শ্রেণীর শিক্ষার্থী হিরণ্যকান্দি গ্রামের মোঃ আশরাফ আলী মিয়ার ছেলে মোঃ রায়হান ওরফে রুহিন (১৫) ও মোঃ লাবু খন্দকারের ছেলে আল আমিন খন্দকার (১৫)। জানা গেছে, জয়নগর উচ্চ বিদ্যালয়ের ওই তিন শিক্ষার্থী তাদের বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দেখতে স্কুলে আসে। পরে ওই তিনজনসহ চারজনে একটি মোটরবাইকে ঘুরতে বের হয়। পথে বিশ্বনাথপুর রেল ক্রসিং অতিক্রম করতে গিয়ে চলন্ত ট্রেনের সম্মুখে পড়ে। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু ঘটে। পরে কাশিয়ানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এছাড়া অপরজন একই গ্রামের মোঃ আহাদ তালুকদারের ছেলে মোঃ সোহানকে (১৫) মুমূর্ষু অবস্থায় কাশিয়ানী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয় ।
×