ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এসএমএসের মাধ্যমে জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার নম্বর

প্রকাশিত: ১১:১১, ২৯ জানুয়ারি ২০২০

এসএমএসের মাধ্যমে জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার নম্বর

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে মোবাইলে এসএমএসের মাধ্যমে ভোটাররা কেন্দ্র ও ভোটার নম্বর জেনে নিতে পারবেন। এজন্য মোবাইল ফোনে এসএমএস অপশনে গিয়ে ১০৫ নম্বরে এসএমএস পাঠাতে হবে। এরপর ফিরতি মেসেজে ভোটের নম্বর ও কেন্দ্র জানিয়ে দেয়ার ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন থেকে। এমনকি মোবাইল অপশনের মাধ্যমে কেন্দ্রের কত নম্বর বুথে ভোট দিতে হবে তার সিরিয়াল নম্বর জানা যাবে। ইসি কর্মকর্তারা জানান মঙ্গলবার থেকেই মোবাইল এসএমএস থেকে এই সেবা পাওয়া যাবে। সেবা পেতে হলে ভোটারকে প্রথমে মোবাইল অপশনে গিয়ে চঈ লিখে একটা স্পেস দিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর বা স্মার্ট আইডি কার্ড নম্বর লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে জানতে পারবেন আপনার ভোটার নম্বর, ভোটকেন্দ্রের নাম ও সংশ্লিষ্ট কেন্দ্রের সিরিয়াল নম্বর। তবে লেমেনেটিং করা এনআইডি নম্বরের ক্ষেত্রে ১৭ ডিজিট এবং যাদের এনআইডতে ১৩ ডিজিট রয়েছে তাদের ক্ষেত্রে ডিজিটের নম্বরের আগে জন্ম সাল উল্লেখ করতে হবে। স্মার্ট আইডি নম্বরের ক্ষেত্রে ১০টি ডিজিট লিখতে হবে। এতে আরও বলা হয়েছে, একাধিকবার এসএমএস করার প্রয়োজন নেই। এসএমএস পাঠানোর সঙ্গে সঙ্গে ফিরতি এসএমএস নাও আসতে পারে। সময় লাগলেও আপনার তথ্যসমৃদ্ধ এসএমএস আপনি পাবেন। সে ক্ষেত্রে অপেক্ষা করুন। এ কারণে ভোট দিতে যাওয়ার মুহূর্তে এসএমএস না পাঠিয়ে ৩১ জানুয়ারির মধ্যে যে কোন সময় এসএমএস পাঠালে ভোট গ্রহণ শুরুর আগেই জানা যাবে কেন্দ্র ও ভোটার নম্বর।
×